1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিক্ষোভ, প্রতিবাদে উত্তাল মিশরে দফায় দফায় সংঘর্ষ

২৮ জানুয়ারি ২০১১

মিশরে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে রাজধানী কায়রোয় বিক্ষোভরত হাজার হাজার মানুষের সঙ্গে শুক্রবার পুলিশের সংঘর্ষ হয়েছে৷

https://p.dw.com/p/106ct
ছবি: AP

মোবারক বিরোধী হিসেবে পরিচিত মোহামেদ এলবারাদেইকে জুম্মার নামাজের পরে মসজিদ ত্যাগ করতে বাধা দিয়েছে পুলিশ৷

বিক্ষোভ প্রতিবাদে মিশর উত্তাল৷ রাজধানী কায়রো ছাড়াও উপকূলীয় শহর সুয়েজ এবং আলেক্সান্দ্রিয়াতেও মানুষ নেমে এসেছে রাস্তায়, ফেটে পড়েছে প্রতিবাদে৷ কথা একটাই, ৩০ বছর ধরে প্রেসিডেন্ট হোসনি মোবারকের শাসন মেনেছে তারা, আর মানতে রাজি নয় কেউই৷

বিরোধী দলের সমর্থকদের গ্রেপ্তার করার পরে বৃহস্পতিবার রাতেই নতুন করে সংঘর্ষ শুরু হয়৷ এদিকে মোবারক বিরোধী হিসেবে পরিচিত নোবেল শান্তি পুরস্কার জয়ী মোহামেদ এলবারাদেই বৃহস্পতিবার কায়রোতে ফিরে আসেন এবং প্রতিবাদকারীদের সঙ্গে যোগ দেবার অঙ্গীকার করেন৷ আর এর পরিপ্রেক্ষিতে শুক্রবার জুম্মার নামাজের পরে কর্তৃপক্ষ তাঁকে গিজার মসজিদ ত্যাগ করতে বাধা দেয়৷ কয়েকটি গণমাধ্যমের খবরে এই কথাও বলা হয় যে, এলবারাদেইকে আটক করা হয়েছে৷ আর এই খবর ছড়িয়ে পড়ার পরে লাখ লাখ মানুষ মিশরের প্রধান শহরগুলোতে প্রতিবাদ-বিক্ষোভে ফেটে পড়ে৷ কায়রোতে হোসনি মোবারকের প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বিক্ষোভকারীদের জমায়েত হবার খবর পাওয়া গেছে৷

Flash Galerie Ägypten Kairo Proteste
বিক্ষোভরত হাজারো মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষছবি: picture alliance / dpa

এদিকে প্যারিসে পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ৪ জন ফরাসি সাংবাদিককে কায়রোর সরকার বিরোধী বিক্ষোভ থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ মুখপাত্র বলেন, ‘‘আজ সকালেই কায়রো থেকে ৪ জন ফরাসি সাংবাদিককে গ্রেপ্তারের কথা আমাদের জানানো হয়েছে৷'' তিনি বলেন, এই তথ্য যদি সঠিক হয়, তাহলে যতো তাড়াতাড়ি সম্ভব ফ্রান্স তাদেরকে মুক্তি দিতে বলবে৷

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আলোচনার পথ খোলা আছে৷ এদিকে বিক্ষোভ-প্রতিবাদ বাড়ার সাথে সাথে মিশরে ইন্টারনেট এবং মোবাইল ফোন সার্ভিস ব্যাহত হতে শুরু করে৷ ভোডাফোন জানিয়েছে, সরকার সব মোবাইল ফোনের সার্ভিস স্থগিত করার নির্দেশ দিয়েছে৷ ওয়েবসাইট মুসলিম ব্রাদারহুড, ইন্টানেট সার্ভিস ব্যাহত হবার জন্যে সরকারকে দোষারোপ করে বলেছে, মিশরীয় জনগনের কন্ঠ যাতে বিশ্ববাসীর কাছে না পৌঁছায় সেইজন্যে সরকার মোবাইল এবং ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দিয়েছে৷

Ägypten Proteste in Kairo Demonstranten Plakat Flash-Galerie
প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে মিশরছবি: AP

সর্বস্তরের মানুষ এই বিক্ষোভে অংশ নিচ্ছে৷ মিশরীয় চলচ্চিত্র নির্মাতা আহমেদ রশিদ শুক্রবারের বিক্ষোভে অংশ নেওয়ার কথা জানিয়ে বলেন, মানুষ এখন আর গ্রেপ্তারের ভয় করে না৷ উল্লেখ্য এই পর্যন্ত বিক্ষোভ-প্রতিবাদে অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন, গ্রপ্তার হয়েছেন অন্তত ১ হাজার মানুষ৷ কায়রোর তাহরির স্কোয়ারে সন্ত্রাস-বিরোধী বাহিনী মোতায়েন করা হয়েছে৷ সুয়েজে বিক্ষোভকারীদের ওপরে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস এবং পানি কামান ছুঁড়েছে৷

এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, দীর্ঘদিন হতাশায় থাকারই ফল এই বিক্ষোভ৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল শুক্রবার তাঁর মুখপাত্রের মাধ্যমে মিশরে সংস্কারের আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেছেন, দীর্ঘদিনের অভাব-অনুযোগেই মিশরের মানুষ ফেটে পড়েছে৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যাবহার বন্ধ করার জন্যে কায়রোর প্রতি আহ্বান জানিয়েছেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়