‘বাস্টিয়ান শোয়াইনস্টাইগারকে ফিরিয়ে আনুন' | পাঠক ভাবনা | DW | 02.08.2016
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বাস্টিয়ান শোয়াইনস্টাইগারকে ফিরিয়ে আনুন'

জার্মান মিডফিল্ডার বাস্টিয়ান শোয়াইনস্টাইগার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ায় দেশটির কোচ ইওয়াখিম ল্যোভের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ডয়চে ভেলে এক পাঠক৷ শোয়াইনস্টাইগারকে ফিরিয়ে আনারও আহ্বান জানিয়েছেন তিনি৷

ডয়চে ভেলে বাংলার ফেসবুক পাতায় ফেরদৌস লিখেছেন, ‘‘জার্মান জাতীয় ফুটবল দলের এক সময়ের অপরিহার্য সেনা বাস্টিয়ান শোয়াইনস্টাইগারের অবসরের ঘোষণায় চরম দুঃখ পেয়েছি৷ আমার মনে হয় তাঁকে অধিনায়কত্ব দিয়ে ফিরিয়ে আনা খুবই প্রয়োজন৷ জাতীয় দলের কোচ ইওয়াখিম ল্যোভ নতুনদের খেলাতেই বেশি আগ্রহী৷ মাইকেল বালাক, মিরোস্লাভ ক্লোজা, পোডলস্কি, শোয়াইনস্টাইগারদের ক্লাস নিয়ে কারো প্রশ্ন থাকার কথাও নয়, অথচ প্রত্যেকের ক্ষেত্রেই দেখেছি কোচ তাদের পূর্ণ সময় খেলতে দেয়নি দিনের পর দিন৷ এর পর লুকাস পোডলস্কি ছাড়া আর কে বাকি আছে অবসর নেওয়ার? এভাবে দুর্ধর্ষ একটি দলকে শেষ করে দেওয়া হচ্ছে৷ ইওয়াখিমকে আর সময় দেওয়া ঠিক হবে না৷ তাঁর সাফল্য আছে মেনে নিচ্ছি, কিন্তু ১৯৮২, ১৯৮৬, ১৯৯০ সালের বিশ্বকাপের ভয়ংকর দল জার্মানির মতো দাপটে খেলেছে কি দলটি তাঁর সময়ে? ঐ সময়ে দুর্দান্ত দাপটে দল জিততো, ছোট দলগুলো কমপক্ষে ৪-৫ গোলে হারতো, অথচ ল্যোভের সময়ে ১-২ ব্যবধানেও ছোট দলগুলোকে হারানো যাচ্ছে না, যায়নিও৷ খুব কম সময়ে এর চেয়ে বেশি গোলের রেকর্ড আছে৷ অথচ ল্যোভ আসার আগে জার্মান টিম ২ গোল খেয়ে বসলেও ঘাবড়াতাম না, কারণ জানতাম ঠিকই শোধ করতে পারবে, যা আজ আর পারে না৷ জার্মান ফুটবল ফেডারেশনের উচিত ল্যোভের বদলে অন্য কোন নামি কোচের চিন্তা করা৷ তাঁর কোচিং ক্যারিয়ার যে খুব সমৃদ্ধ তাও নয়৷ শোয়াইনস্টাইগার, লুকাস পোডলস্কিদের জাতীয় দলে আরো কমপক্ষে দুই বৎসর পূর্ণ ৯০ মিনিট খেলার সুযোগ করে দিতে ফেডারেশনের কাছে অনুরোধ করছি৷ শোয়াইনস্টাইগারকে ফিরিয়ে আনা হউক৷ জাতীয় দলে তাঁকে অধিনায়কত্ব করতে দিয়ে তার প্রতি সন্মান দেখানো উচিত৷ জার্মান টিমে তাঁর অবদান অনেক৷''

উল্লেখ্য, জার্মানির হয়ে ২০১৪ সালের বিশ্বকাপ জেতা শোয়াইনস্টাইগার গত ২৯ জুলাই জাতীয় দল থেকে অবসরে যাওয়ার ঘোষণা দেন৷ ২০০৪ সালে জার্মান জাতীয় দলে তাঁর অভিষেকের পর অনুষ্ঠিত চারটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ও তিনটি বিশ্বকাপের প্রতিটি দলেই ছিলেন তিনি৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন