1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বালাক বুন্ডেসলিগায় ফিরলেন, কিন্তু জার্মান একাদশে নয়

৫ ফেব্রুয়ারি ২০১১

ইটালির বিরুদ্ধে ফ্রেন্ডলিতে ক্যাপ্টেন মিশায়েল বালাককে বাদ দিয়ে সমর্থক, সমালোচক সকলকেই চমকে দিলেন জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ৷

https://p.dw.com/p/10BC9
কোচ ল্যোভ এবং তাঁর ক্যাপ্টেন (ফাইল ফটো)ছবি: AP

ফেব্রুয়ারির ৯ তারিখে, অর্থাৎ আগামী বুধবার ইটালির বিরুদ্ধে ফ্রেন্ডলিতে খেলবে জার্মানি, ডর্টমুন্ডে৷ সেখানে বালাক থাকবেন না৷ যে বালাক ৯৮ বার জার্মানির জার্সি গায়ে চড়িয়েছেন৷ যে বালাক এ' মরশুমে বায়ার লেভারকুজেনের হয়ে বুন্ডেসলিগায় খেলছেন৷ যে বালাক চার মাস ধরে পায়ের চোট সারানোর পর মাত্র গত সপ্তাহান্তে মাঠে ফেরেন৷ যে বালাক শেষবার জার্মানির হয়ে খেলেছেন ২০১০ সালের মার্চ মাসে৷ যে বালক গত মে'তে গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে বিশ্বকাপেই খেলতে পারেননি৷

অথচ বালাকের বয়স এখন ৩৪৷ যাই হোক, এবার খেলতে না পেলেও, মার্চের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ছাড়াও একটি ইউরো কোয়ালিফায়ারে খেলবে জার্মানি৷ তখন হয়তো বালাককে তাঁর স্বস্থানে এবং স্বমহিমায় দেখা যাবে৷ ডর্টমুন্ডে কিন্তু জার্মানির ক্যাপ্টেন হচ্ছেন খুব সম্ভবত বালাকের প্রতিদ্বন্দ্বী ফিলিপ লাম৷

ল্যোভ খেলোয়াড়দের বর্তমান ফর্মে বিশ্বাস করেন৷ যে ডর্টমুন্ডে ইটালির বিরুদ্ধে ফ্রেন্ডলি খেলা হবে, সেই ডর্টমুন্ডকেই ধরা যাক৷ বুন্ডেসলিগার এই ক্লাবটি এবার সকলকে ছাড়িয়ে রেসের ঘোড়ার মতো এগিয়ে৷ দ্বিতীয় স্থানে লেভারকুজেনের চেয়ে ১১ পয়েন্ট আগে৷ তাই ল্যোভ বোরুসিয়া ডর্টমুন্ডের পাঁচ-পাঁচজন প্লেয়ারকে রেখেছেন তাঁর স্কোয়াডে: মারিও গোয়েটসে, মাটস হুমেলস, কেভিন গ্রোসক্রয়েৎস, মার্সেল স্মেলসার এবং জাতীয় একাদশে একেবারে আনকোরা সোয়েন বেন্ডার৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য