1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বালাকের ফেরা আর লেভারকুজেনের বিজয়

২৩ আগস্ট ২০১০

বুন্দেসলিগায় চার বছর পরে খেলতে নেমেই বিজয়৷ খুশি জার্মানির জাতীয় দলের ক্যাপ্টেন(?) মিশায়েল বালাক৷ কারণ ডর্টমুন্ডের ঘরের মাঠে তাদের ২-০ হারিয়ে দিল বালাকদের লেভারকুজেন৷

https://p.dw.com/p/Othv
Bundesliga soccer match between Borussia Dortmund and Bayer Leverkusen
গোলের পর উল্লসিত লেভারকুজেনের ফুটবলাররাছবি: AP

বালাক নাকি বুড়ো হয়ে গিয়েছেন! জার্মানির জাতীয় দলের বিশ্বকাপ ক্যাপ্টেন ফিলিপ লামের সঙ্গে মিশায়েল বালাকের একটা স্নায়ুযুদ্ধ যে চলছে, তা কোন নতুন খবর নয়৷ কিন্তু জার্মানির দাপুটে ক্যাপ্টেন বালাকের রবিবারের বুন্দেসলিগা পারফরম্যান্স কিন্তু বলছে অন্য কথা৷ বলছে, বালাকের এখনও অনেক কিছু দেওয়া বাকি৷

চার বছর পরে বুন্দেসলিগায় ফিরে এসেছেন বালাক৷ এবার তাঁর খেলা পুরানো দল লেভারকুজেনে৷ রোববার মাঠে নেমে বেশ প্রত্যয়ের সঙ্গেই খেললেন বালাক৷ পুরো নব্বই মিনিট মাঠে থেকেছেন৷ কোচ কয়েকবার মাঠ ছাড়ার জন্য জানতে চাইলেও পুরোটা খেলে নিজের স্কিলের পরীক্ষা করে নিয়েছেন বালাক৷ খেলার শেষে জানিয়েছেন সেকথা৷ ‘তবে খেলে আনন্দ পেয়েছি৷'স্বীকারোক্তি ৩৩ সন্ত পার করা জার্মান জাতীয় দলের মিডফিল্ডারের৷ গোড়ালিতে চোট যাঁর বিশ্বকাপ শেষ করে দিয়েছিল৷ সেই চোট এখন পুরোটাই সেরে গেছে৷

আর রোববারের খেলার ১৯ মিনিটে ট্রাঙ্কুইলো বার্নেটার গোলে এগিয়ে যায় লেভারকুজেন৷ এরপর তিন মিনিটের মধ্যে আবার গোল৷ রেনাতো আগুস্তোর পা থেকে৷ তারপর বাকি সময়টায় ঘরের মাঠে খেলেও আর উঠে দাঁড়াতে পারেনি ডর্টমুন্ড৷

বুন্দেসলিগার অন্য খেলায় কিন্তু ঘরের মাঠে খেলা মাইনজ ২-০ হারিয়ে দিয়েছে অতিথি স্টুটগার্টকে৷ মাইনজ তাদের বুন্দেসলিগা সফর শুরু করল এই দারুণ বিজয় দিয়ে৷ দুটি গোলই এসেছে নবাগত স্ট্রাইকারদের পা থেকে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: রিয়াজুল ইসলাম