1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্সেলোনার বিরুদ্ধে নাটকীয় ড্র করলো আর্সেনাল

১ এপ্রিল ২০১০

চ্যাম্পিয়ানস লীগের এই মৌসুমের সেরা খেলাটাই দেখালো আর্সেনাল৷ নিজেদের মাঠে প্রথমেই দুটি গোল হজম করার পরও ম্যাচে ফেরে তারা৷ আর তাই ড্রতেই সন্তুষ্ট আর্সেনাল৷

https://p.dw.com/p/Mjdw
মেসি কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি এই ম্যাচে (ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa

বার্সা তারকা স্লাটান ইব্রাহিমোভিচ দলের পক্ষে দুটি গোলই করেন৷ অন্যদিকে আর্সেনালের গোল দুটি করেন থিও ওয়ালকট এবং সেস ফাব্রেগাস৷ যদিও দ্বিতীয় গোলটি এসেছে পেনাল্টি থেকে, যার খেসারত দিতে হচ্ছে বার্সা অধিনায়ক কার্লেস পুইওলকে৷

প্রথমার্ধে গোলশূন্য ম্যাচটির আসল মজা শুরু হয় দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই৷ ইব্রাহিমোভিচ আর্সেনালের গোলরক্ষক আলমুনিয়াকে বোকা বানিয়ে ঠিক তাঁর মাথার উপর দিয়ে বল জড়িয়ে দেন জালে৷ এরপর ৫৯ মিনিটে দ্বিতীয় গোলটিও আসে ইব্রাহিমোভিচ এর পা থেকে৷ এবার কোণা থেকে সরাসরি শট যা কিনা গোলরক্ষকের হাতে লেগেও গোলপোস্টের ভিতরেই জায়গা করে নেয়৷

এর ঠিক দশ মিনিট পরেই খেলায় ফিরে আসে আর্সেনাল৷ থিও ওয়ালকট নিপুণতার সঙ্গে দলের পক্ষে প্রথম গোলটি করেন৷ তাঁর মাটি ঘেঁষা শট বোকা বোনায় বার্সা গোলরক্ষককে৷ এরপর অবশ্য খেলাটি ৩-১ গোলে পরিণত করতে চেয়েছিল মেসি৷ কিন্তু সেটা হয়ে ওঠেনি৷ বরং খেলার শেষ পাঁচ মিনিট হয়ে ওঠে বিতর্কিত৷ ফাব্রেগাসকে ফাউল করার দায়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনার অধিনায়ককে৷ আর আর্সেনালের কপালে জোটে পেনাল্টি শটের সুযোগ৷ ফাব্রেগাস সেই সুযোগকে কাজে লাগিয়ে সমতা ফিরেয়ে আনে খেলায়৷

খেলায় কিন্তু কার্ডের ছড়াছড়িও কম ছিল না৷ আর্সেনালের পাঁচ খেলোয়াড়ের কপালে জুটেছে হলুদ কার্ড৷ অন্যদিকে বার্সেলোনার অধিনায়কতো লাল কার্ড নিয়ে মাঠ ছেড়েছেনই, তার সতীর্থ অপর খেলোয়াড় জেরার্দ পিকে পেয়েছেন হলুদ কার্ড৷ কার্ডের এই জটিল হিসেবে আগামী মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে কাম্প ন্যুতে বাদ পড়বেন দুই দলের একাধিক খেলোয়াড়৷

এদিকে, বুধবার চ্যাম্পিয়নস লীগের অপর খেলায় ইন্টার মিলান ১-০ গোলে হারিয়েছে সিসকেএ মস্কোকে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী