1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনের বুকে ‘ভালো' বাসা

মাইকে ক্র্যুগার/এসি৪ সেপ্টেম্বর ২০১৫

রবারের নলের মতো সর্পিল আকারের ফ্ল্যাট, কিন্তু অত্যাধুনিক৷ ফ্ল্যাটের বাসিন্দা থেকে শুরু করে স্থপতি, সকলেই অনুরূপ মডার্ন৷ তারই মধ্যে পাওয়া যাবে এক সুবিখ্যাত ডিজে ও তাঁর হোম স্টুডিও-কে!

https://p.dw.com/p/1GQvk
DW Sendung euromaxx Ambiente Wohnen
ছবি: DW

বাসায় স্বাগত জানাচ্ছেন গৃহকর্ত্রী৷ আনকোরা নতুন ফ্ল্যাটটির নকশা দেখলে মনে হবে যেন একটা লম্বা নল! আসবাবপত্র ঘরের মাঝখানে রাখা; সেভাবেই একটা কামরা গড়ে উঠেছে৷ ফ্ল্যাটটা কোনো কোনো জায়গায় বড়জোর ছয় মিটার চওড়া, কিন্তু সব মিলিয়ে ২৩ মিটার লম্বা৷ ফ্ল্যাটের মালিক স্টেফানি ডেটমান বলেন, ‘‘সাধারণত নতুন ফ্ল্যাট কিনে ফ্ল্যাট সাজানোর সময় মানুষ পুরনো টেবিল-চেয়ার-আলমারি ইত্যাদি নেয়৷ যে কোনো চেনা-পরিচিত জিনিস৷ কিন্তু আমরা এখানে আসার আগে সব কিছু নতুন করে তৈরি করতে হয়েছে: যেমন দেয়ালে বসানো আলমারি৷ কাজেই পুরনো স্মৃতি জড়ানো বলতে কিছু ছিল না৷ মনে হতো, যেন কোনো শোরুমে বসে আছি৷''

টিউবের আকারের ফ্ল্যাটটির কেন্দ্রবিন্দু হল স্টেফানি ডেটমান-এর নিজের ডিজাইন করা একটি চামড়ায় মোড়া বেঞ্চ৷ আসবাবটির কয়েকটি চমক আছে৷ একদিকে বই রাখার তাক৷ পিছন দিকে জিনিসপত্র রাখা যায়৷

Euromaxx Ambiente
ফ্ল্যাট সাজানোর গোটা পরিকল্পনাটি এসেছে বন্ধুসুলভ এক স্থপতি-দম্পতির মস্তিষ্ক থেকেছবি: DW

ফ্ল্যাট সাজানোর গোটা পরিকল্পনাটি এসেছে বন্ধুসুলভ এক স্থপতি-দম্পতির মস্তিষ্ক থেকে৷ স্থপতি টোমাস কার্স্টেন বলেন, ‘‘বাসা হল একটি অতীব ব্যক্তিগত ব্যাপার৷ ফ্ল্যাটের বাসিন্দাদের ব্যক্তিগত আচার-আচরণের বড়ো কাছাকাছি এসে পড়া যায়৷ আগে বন্ধুত্ব থাক আর নাই থাক, পরস্পরকে বিশদভাবে জানা যায়৷ পরিচয় যতো বাড়ে, ফ্ল্যাটের মালিকের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কথা যতো বেশি জানা যায়, ততোই ভালোভাবে ফ্ল্যাটটা প্ল্যান করা যায়৷ অর্থাৎ এটা দু'দিক দিয়েই খুব ব্যক্তিগত ব্যাপার৷ কাজেই আমি আমাদের সম্পর্কে বলতে পারি যে, বন্ধুদের কিংবা পরিচিত ব্যক্তিদের জন্য ফ্ল্যাটের নকশা করতে আমাদের সুবিধা হয়৷''

ওয়ান্ডারল্যান্ড

বাথরুমে হলদে আর কমলা রংয়ের টাইলের ছড়াছড়ি৷ স্থপতি কার্স্টেন-দম্পতি অনেক আসবাবপত্র নিজেরাই অর্ডার দিয়ে তৈরি করিয়েছেন, যেমন টেলিভিশন, ডিভিডি প্লেয়ার ইত্যাদি রাখার এই আসবাবটি৷ টিভি রাখার আসবাবটির পিছন দিকটা হল ডেটমান-দের কন্যা কালেয়া লোফা-র জামাকাপড় রাখার আলমারি৷

টোমাস কার্স্টেন বলেন, ‘‘এই ঘরটা নিয়ে আমরা খুব খুশি৷ টিভি রাখার একটা বড় মাপের আসবাব তৈরি ছিল একটা বড় চ্যালেঞ্জ৷ সেটা হল এইটা: বসবার ঘরের দিকে রঙটা কালচে, কিন্তু ছোটদের শোবার ঘরের দিকটা স্বভাবতই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড৷ এদিকটায় নানা ধরনের গোপন ফাঁক-ফোকর, দেরাজ ইত্যাদি আছে৷''

আরেকটি কামরা ইলেকট্রো মিউজিকের ফ্যানদের কাছে স্বপ্ন – কেননা এখানে মার্সেল ডেটমান কাজ করেন৷ মার্সেল হলেন পরিবারের কর্তা এবং বার্লিনের সবচেয়ে নাম-করা নাইটক্লাবের ডিজে৷ সারা বিশ্ব থেকে তাঁর ডাক আসে৷ বাড়িতে থাকলেও তিনি খুব জোরেই গান বাজান – তবে ঘরটা সাউন্ডপ্রুফ বলে প্রতিবেশীদের কোনো অসুবিধে হয় না৷

মার্সেল বলেন, ‘‘বলতে পারেন, এটা হল আমার খেলার ঘর৷ আমার সব সিনথেসাইজার, ড্রাম মেশিন ইত্যাদি এখানে আছে৷ মাঝেমধ্যে আমি এখানে আরো ইকুইপমেন্ট সেট-আপ করি, যদিও হোম স্টুডিও-তে সব কিছু ধরা সম্ভব নয়৷ তবে হ্যাঁ – আমি আমার রেকর্ডগুলো শুনি৷ বললাম না? আমি সদ্য একটা নতুন সিনথেসাইজার পেয়েছি, সেটা পরখ করে দেখেছি৷''

ছোট্ট কামরায় প্রায় সব স্বপ্নই এঁটে গেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য