1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বানরীদের মধ্যে এইডস ব্যাধির সংক্রমণ রুখেছে পরীক্ষামূলক মলম

৬ জানুয়ারি ২০১১

বানর-বানরীদের মধ্যে মানব যৌন সংক্রমণের অনুকরণ করে সংঘটিত ঐ পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন গবেষকরা৷ ২১টি বানরীর ক্ষেত্রে ২১ বার সাফল্য৷

https://p.dw.com/p/zu6Q
সবচেয়ে উপকৃত হবেন আফ্রিকার নারীরাছবি: AP

সংশ্লিষ্ট ‘জেল' বা জেলি আকারের মলমটিতে ছিল একটি এইডস ওষধি এবং সেই সঙ্গে দস্তা জাতীয় একটি পদার্থ৷ বানরদের এইডস রোগের ভাইরাস ব্যবহার করে পরীক্ষা চালানো হয়৷ দু'সপ্তাহ ধরে প্রতিদিন বানরীদের ঐ জেল বা মলম লাগানোর পর দেখা যায় যে, তাদের প্রায় ২৪ ঘণ্টা কোনো এইডস সংক্রমণ ঘটছে না৷ গবেষকরা তাদের গবেষণার ফলাফল প্রকাশ করেছেন পাবলিক লাইব্রেরি অফ সায়েন্স'এর ‘‘পিএলওএস ওয়ান'' জার্নালে৷ নিউ ইয়র্কের পপুলেশন কাউন্সিল এই গবেষণার নেতৃত্ব দেয়৷

জেলটিতে অতি স্বল্প পরিমাণ ওষধি থাকে, কাজেই জেলটি নিরাপদ এবং সস্তারই হবে, বলে গবেষকদের ধারণা৷ পপুলেশন কাউন্সিল এবং ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট প্রভৃতি যে সব প্রতিষ্ঠান গবেষণায় অংশ নিয়েছে, তারা এখন আশা করছে যে, জেলটি শীঘ্রই মানুষের উপর পরীক্ষা করা সম্ভব হবে৷

টেনোফোভির বলে অপর একটি মাইক্রোবাইসাইড বা অণুজীব হন্তারক ওষধি ইতিমধ্যেই মহিলাদের মধ্যে এইচআইভি'র সংক্রমণ আড়াই বছর ধরে ২৯ শতাংশ কমাতে সমর্থ হয়েছে৷ পপুলেশন কাউন্সিলের এমআইভি-১৫০ ড্রাগটি যদি তাকেও ছাড়িয়ে যেতে পারে, তবে বিশেষ করে আফ্রিকার কোটি কোটি নারী উপকৃত হবেন৷ কেননা ঐ মলমের সঙ্গে গর্ভধারণ রোধেরও ব্যবস্থা করা যেতে পারে, অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারা যেতে পারে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান