1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাজে খেলল বায়ার্ন, ড্র হল কোলনের সঙ্গে

৭ মার্চ ২০১০

কোলনের সঙ্গে শনিবার এক এক গোলে ড্র করে বুন্দেসলিগার তালিকায় কিছুটা বেকায়দায় পড়ে গেল বায়ার্ন৷ বায়ার্ন মিউনিখের গোলকিপার হান্স এই ড্রয়ের জন্য নিজেকে দায়ী করে বিবৃতিও দিয়েছেন৷

https://p.dw.com/p/MM7m
বল দখলের লড়াইয়ে কোলনের পোডলস্কি আর বায়ার্নের সোয়াইনস্টাইগারছবি: AP

বুন্দেসলিগায় এফ সি কোলন তেমন কোন নামজাদা দল নয়৷ কয়েক বছর আগে তো প্রথম ডিভিশন থেকে নেমেও গিয়েছিল কোলন৷ সেই কোলনের সঙ্গে লিগের খেলায় এক এক গোলে ড্র করে ফেলল বুন্দেসলিগার টপ দল বায়ার্ন মিউনিখ শনিবার৷ খেলার শুরু থেকেই তেমন ছন্দে ছিল না বায়ার্ন৷ ৩২ মিনিটের মাথায় কোলনের নামজাদা স্টার ফুটবলার লুকাস পোডলস্কির গোলে পিছিয়ে যায় তারা৷ ঘটনা হল, জার্মান জাতীয় দলের নামকরা স্ট্রাইকার পোডলস্কি এক সময়ে বায়ার্নেই খেলতেন৷ যে গোলটা পোডলস্কি শনিবার করেছেন সেটাও আহামরি কিছু নয়৷ পোডলস্কির একটা ইনডাইরেক্ট ফ্রি কিক হাওয়ায় ভেসে বাঁদিকের বারের ওপর দিকে গেলে বায়ার্নের গোলকিপার হান্স ইওয়ের্গ বাট সেটাকে আটকাতে যান৷ হান্সের হাতে লেগে বল জড়িয়ে যায় জালে৷ খেলার পর হান্স নিজের ভুল স্বীকার করে বলেছেন, এই ড্রয়ের জন্য তিনিই দায়ী৷ কারণ বাজে একটা গোল খেয়ে গেছেন তিনি৷

Fußball Bundesliga Bremen Stuttgart
ব্রেমেন বনাম স্টুটগার্ট ম্যাচের একটি মুহূর্তছবি: AP

খেলার দ্বিতীয়ার্দ্ধে ৫৮ মিনিটের মাথায় বায়ার্নের বাস্তিয়ান সোয়াইনস্টাইগারের গোলে খেলায় সমতা আসে বটে, তবে বায়ার্ন সমর্থকরা এই ড্রয়ের ঘটনায় বেশ হতাশ৷ খেলাতেও এদিন সেভাবে বুন্দেসলিগার টপ দল বায়ার্নকে খুঁজে পাওয়া যায়নি৷ ‘পুরো সময়টাই আমরা বাজে খেলেছি', স্বীকার করে নিয়েছেন বায়ার্নের গোলকিপার হান্স৷ বলেছেন, ‘প্রথমার্দ্ধেই দুই পয়েন্ট খুইয়ে বসেছিলাম আমরা'৷ তবে শেষ পর্যন্ত ড্র করায় এক পয়েন্ট এসেছে বায়ার্নের ঘরে৷ গত নভেম্বর থেকে অপরাজিত রয়েছে বায়ার্ন মিউনিখ৷ শনিবারের খেলার পর দলের ডাচ কোচ লুই ফান গালও মেনে নিয়েছেন, পুরো সময় জুড়ে তাঁর দল নিজেদের সেভাবে মাঠের মধ্যে খুঁজে পায়নি৷ প্রথম কুড়ি মিনিটের পর বায়ার্নকে একবারও স্বমহিমায় দেখা যায় নি বলে মন্তব্য করেছেন ফান গাল৷

শনিবারের অন্যান্য খেলায় ব্রেমেন আর স্টুটগার্ট ২-২ গোলে ড্র করেছে, ১-০ ফলাফলে হামবুর্গ হারিয়েছে বার্লিনকে, শালকে বনাম ফ্রাঙ্কফুর্ট ম্যাচে ৪-১ গোলে হেরেছে ফ্রাঙ্কফুর্ট আর ডর্টমুন্ড হারিয়েছে ম্যুনশেনগ্লাডবাখকে ৩-০ গোলে৷

প্রতিবেদক - সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - হোসাইন আব্দুল হাই