‘বাংলা ভাষার গর্ব ইংলিশ দিয়ে’ | পাঠক ভাবনা | DW | 21.02.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বাংলা ভাষার গর্ব ইংলিশ দিয়ে’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাহান্নর ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছেন ডয়চে ভেলের ফেসবুক পাতার অনুসারীরা৷ পাশাপাশি একজন পাঠক ইংরেজি মাসের হিসেবে এই দিবস পালনের সমালোচনা করেছেন৷

ডয়চে ভেলের ফেসবুক পাতায় ইশতিয়াক আহমেদ রাফি লিখেছেন, ‘‘২১শে ফেব্রুয়ারি আজ৷ আমার মাতৃভাষা দিবস৷ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ কিন্তু (আমরা) তা পালন করছি ইংরেজি মাসের হিসেবে৷ বাংলা মাসের হিসেবে না৷ (বাংলা পঞ্জিকা অনুযায়ী) আজ ৯ই ফাল্গুন৷ আমরা ৯ই ফাল্গুন কেনো মাতৃভাষা দিবস পালন করিনা?? ''

রাফি লিখেছেন, ‘‘অনেকেই বলে এটা আন্তর্জাতিক দিবস৷ তাই ২১শে ফেব্রুয়ারি৷ আমার হাসি পায়৷ ...বাংলা ভাষার গর্ব ইংলিশ দিয়ে? আরে ভাই সারা দুনিয়া একুশে ফেব্রুয়ারি পালন করুক কিন্তু আমরা বাংলায় পালন করতে পারি৷ আগে আমরা ভাল হই৷ আর এটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ১৯৯৯ সালে৷ কিন্তু ১৯৫২ এর পর থেকেই আমরা একুশে ফেব্রুয়ারি পালন করি৷''

ফেসবুকে ডয়চে ভেলের আরেক পাঠক রওশন খান লিখেছেন, ‘‘বিনম্র শ্রদ্ধা সকল ভাষা শহিদ এবং ভাষা সৈনিকদের কে৷ মহান একুশে অমর হোক৷'' শেখ মোহাম্মদ জালাল লিখেছেন, ‘‘আজ আমরা যাদের জীবনের বিনিময়ে বাংলায় কথা বলি তাদের জানাই সালাম৷''

সবুজ রানা লিখেছেন, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্মরণ করছি ঐ সব শহিদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ বাংলায় কথা বলতে পারছি৷''

রানা লিখেছেন, ‘‘বাংলা ভাষার বিকৃত ব্যবহার থেকে বিরত থাকুন, কারণ ইহাই পৃথিবীর একমাত্র ভাষা যার জন্য মানুষ প্রাণ দিয়েছে৷''

উল্লেখ্য, ডয়চে ভেলের ফেসবুক পাতায় শুক্রবার এক ছবি পোস্টে লেখা হয়, ‘‘প্রিয় পাঠক, আপনাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা৷ আজকের দিনটি কী ভাবে পালন করছেন?'' আশরাফুল ইসলাম এই পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, ‘‘আপনাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা৷ মাতৃভাষা বাংলার জন্য ডয়চে ভেলের কার্যক্রমকে সব সময়ই সাধুবাদ জানাই৷''

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন