‘বাংলা ভাষার কোনো ব্লগই ‘জুরি অ্যাওয়ার্ড' অর্জনে সক্ষম হয়নি’ | পাঠক ভাবনা | DW | 13.04.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বাংলা ভাষার কোনো ব্লগই ‘জুরি অ্যাওয়ার্ড' অর্জনে সক্ষম হয়নি’

‘দুই’ একটি সংখ্যা, এই সংখ্যাটা জড়িয়ে গেল সাবরিনার ভাগ্যে৷ ডয়চে ভেলের প্রতিযোগিতার ‘ইউজার প্রাইজ’ জয় করেননি সাবরিনা, কারণ দুই শতাংশ ভোট কম পান তিনি৷

A blogger from Chittagong, Sabrina Sultana was just like the other kids growing up. Then she became physically handicapped by muscular dystrophy. Showing that a handicap doesn't mean the end of the world, she has used her blog to share her experiences and be a vocal proponent for more rights and facilities for the handicapped in Bangladesh, where accessibility is a major difficulty for the physically handicapped.

আবার ‘জুরি অ্যাওয়ার্ডে'ও দ্বিতীয় সাবরিনা, বিচারকদের দুটি ভোট পাননি তিনি৷ এবারের প্রতিযোগিতায় ছয়টি মিশ্র ভাষার ক্যাটেগরিতে ‘জুরি অ্যাওয়ার্ড' প্রদান করা হয়৷ কিন্তু বাংলা ভাষার কোনো ব্লগই ‘জুরি অ্যাওয়ার্ড' অর্জনে সক্ষম হয়নি৷ খবরটি আমাদের বেশ হতাশ করলো৷ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত প্রতিবেদন ও পডকাস্ট উপহার দেবার জন্য ধন্যবাদ৷

‘পুরুষদের পাশাপাশি নারীরাও রাস্তায় নেমেছিলেন তিউনিশিয়া ও মিশরে' শীর্ষক প্রতিবেদন থেকে জানতে পারলাম, তাদের দেখাদেখি অন্যান্য আরব দেশের মহিলারাও ধীরে ধীরে সোচ্চার হচ্ছেন গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে৷ ভবিষ্যতে দেশের নীতি নির্ধারণে এসব মহিলারাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চান৷

ডেঙ্গু জ্বর সাধারণত মশার কামড় থেকে হয়৷ প্রতি বছর সারা বিশ্বে প্রায় পাঁচ কোটি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়৷ মারা যায় প্রায় পঁচিশ হাজার মানুষ৷ এ নিয়ে ‘বের হলো ডেঙ্গু জ্বর প্রতিরোধে টীকা' বিষয়ক বিজ্ঞান ডটকম অনুষ্ঠানের পরিবেশনা শুনলাম৷ শিশুদের সুস্বাস্থ্য খুবই জরুরী৷ এই গবেষণা যদি পুরোপুরি সফল হয় তাহলে এর মাধ্যমে আমরা শিশুদের রক্ষা করতে সক্ষম হব৷

এবার ঘুরতে শুরু করেছে ইউরোপ৷ বহু মিলিয়ন বছর পর সে আফ্রিকার নীচে যেতে চায়৷ ইউরোপীয় ভূ-বিজ্ঞানের তেমনই নতুন আবিষ্কার৷ খবরটা বেশ অন্যরকম৷ প্রতিবেদনটি পড়ে একটু হলেও আশ্চর্য হলাম৷

জাপানের সমকালীন শিল্পকলার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব লাইকো ইকেমুরা৷ ২০ বছর ধরে জার্মানিতে বসবাস করছেন তিনি৷ প্রাকৃতিক দুর্যোগের শিকার মানুষদের জন্য শিল্পীদের অনেক কিছু করার আছে বলে মনে করেন তিনি৷ ‘জাপানের বিপর্যস্ত মানুষদের সহায়তায় চিত্রশিল্পী লাইকো ইকেমুরা' বিষয়ক পরিবেশনা দারুণ লাগলো৷ বাংলাদেশের পার্বত্যাঞ্চলে আজ থেকে শুরু হচ্ছে আদিবাসীদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বৈসাবি৷ ত্রিপুরা সম্প্রদায় এই উৎসবকে বৈসু, মারমা সম্প্রদায়ের সাংগ্রাই ও চাকমারা বিজু নামে এই উৎসবটি পালন করে আসছে৷ পাহাড়জুড়ে নববর্ষের আনন্দে রঙিন ‘বৈসাবি' উত্সব সম্বন্ধে জানতে পেরে খুব ভালো লাগলো৷ ধন্যবাদ সুন্দর ও আকর্ষণীয় পরিবেশনা ও প্রতিবেদন উপহার দেবার জন্য৷ মহঃ হাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব,চুপি, পূর্বস্থলী, বর্ধমান৷

পহেলা বৈশাখ বাঙালির জীবনের নব অধ্যায়, পহেলা বৈশাখের মধ্য দিয়ে শুরু হয় নতুন স্বপ্ন নতুন আশা নতুন ভালবাসা৷ ডয়চে ভেলের মাধ্যমে আমরা সকল বাঙালিরা আমাদের এই জাতীয় উত্সবকে সুন্দরভাবে উদযাপন করতে চাই৷ বিশ্বের সকল প্রান্তে ছড়িয়ে থাকা অসংখ্য বাঙালিকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে বৈশাখের শুভেচ্ছা৷ পহেলা বৈশাখ উপলক্ষে ডয়চে ভেলেকে বিশেষ অনুষ্ঠান প্রচারের অনুরোধ করছি৷ এমএ রশিদ চৌধুরী, ব্লু স্কাই রেডিও লিসনার্স ক্লাব, চৌধুরীপাড়া, আজম পুর, মিরপুর, কুষ্টিয়া৷

৭১ এর বীরশ্রেষ্ঠদের নিয়ে ধারাবাহিক পরিবেশনা খুব ভালো লাগছে৷ আজ সকালেও এমন একজনকে নিয়ে প্রতিবেদন শুনলাম৷ কানন রানী টিকাদার, জলিরপার, গোপালগঞ্জ৷

‘বাংলাদেশ ক্রিকেটে ‘সিডন্স যুগের' অবসান হচ্ছে' এই খেলাধুলা শিরোনামে ঢুকে জানতে পারলাম অস্ট্রেলিয়ার হোম সিরিজের পর বাংলাদেশ ক্রিকেট দলের কোচ জেমি সিডন্সকে অবসরে দেয়া হবে৷ আমি এর সাথে একমত, কারণ ক্রিকেট চায় নতুন কর্তা৷ যদিও তাঁর হাত ধরে ইংল্যান্ড সহ বেশ কয়েকটি শক্তিশালী দেশের বিরুদ্ধে জয় এসেছে৷ কিন্তু ক্রিকেটের এতটা বছর পেরিয়ে তার হাত ধরেই বাংলাদেশ পরেছে সব চাইতে কম রান করার লজ্জার সাগরে৷ আমি মনে করি জেমি সিডন্সর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন৷ তিনি কি বিশ্বকাপে সুযোগ দেওয়ার জন্য কোন খেলোয়াড়ের কাছ থেকে টাকা নিয়েছেন? তা না হলে কেন বার বার খারাপ করার পরও রবিউলকে পরের ম্যাচগুলোতে নির্বাচন করা হয়েছে৷ অন্য দিকে মাশরাফির স্বাস্থ্য খেলার জন্য ফিট নেই এই কথা বললেন তিনি৷ স্বাস্থ্য খেলার উপযোগী আছে কিনা এটাতো বলবেন ডাক্তার৷ এর থেকে কী প্রমাণিত হয় না জেমি সিডন্স পক্ষপাতিত্ব করতেন৷ রাসেল শিকদার, কেন্দুয়া, মাদারীপুর৷

‘আফ্রিকার নীচে চলে যাচ্ছে ইউরোপ' এই প্রতিবেদনটি পড়ে তেমন বোধগম্য হলোনা৷ যদি হয়, সেটা কত বছর পরে ঘটবে সে ব্যাপারে কিছু জানা যাচ্ছেনা৷ তবে কি ইউরোপে প্রাকৃতিক পরিবর্তন ঘটবে? তাদের শরীরের রং-এ পরিবর্তন আসবে ? এসব জানার আগ্রহ থাকলো৷ সুহৃত বন্দোপাধ্যায়, ভারত৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন