বাংলাভাষাও জাতিসংঘ | পাঠক ভাবনা | DW | 23.08.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বাংলাভাষাও জাতিসংঘ

‘মালাগায় উৎসবের রঙ’ -ডয়চে ভেলের ওয়েবসাইটের এই পাতাটি যখন পড়ছিলাম, তখন বাংলাদেশ সময় রাত আড়াইটা৷ পড়তে পড়তে ...

‘মালাগায় উৎসবের রঙ’ – ডয়চে ভেলের ওয়েবসাইটের এই পাতাটি যখন পড়ছিলাম, তখন বাংলাদেশ সময় রাত আড়াইটা৷ পড়তে পড়তে গায়ে কাঁটা দিচ্ছিল৷ আমি অনকেটা গভীরে ঢুকে গিয়েছিলাম স্পেনের সংস্কৃতির নানা রকম খবর পড়ে৷ মনে হচ্ছিল, এখানে আনন্দের কোন শেষ নেই৷ পড়ে মনে হল, সববয়সীরা সমান আনন্দ করে৷ এমনকি ঘোড়াগুলোর মনেও বোধহয় এক ধরনের আনন্দ হয়৷ আমার এই উৎসবে যেতে খুব ইচ্ছে করছে, কারণ এই ফেরিয়া উৎসবের মানে হলো, পান কর, নাচো, গাও, যাও মানুষের আরো কাছাকাছি৷ সংস্কৃতি বিনোদনে এমন তথ্যবহুল সংস্কৃতির খবর ছাপানোর জন্য ডয়েচে ভেলেকে অনেক অনেক ধন্যবাদ৷ আমার চিঠিটি আপনাদের মতামত পাতায় ছাপানোর অনুরোধ রইল৷ মিঠুন কান্তি রায়, ৩২৪ খান জাহান আলী হল, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা, বাংলাদেশ৷

পৃথিবীর প্রধান ভাষাগুলোর একটি হল বাংলা৷ ২৫কোটি মানুষের ভাষা বাংলা, তাই এই বিপুল পরিমাণ মানুষের ভাষাকে জাতিসংঘে সঠিক প্রতিনিধিত্ব দেওয়া দরকার, নয়তো বিশাল অংশের মানুষ জাতিসংঘের সঙ্গে সংযোগহীন হয়ে পড়বেন৷ এটা কাম্য নয়, বাংলা ভাষা নিয়ে রক্তঝরা আন্দোলনকে স্বীকৃতি দেবার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি দিনটির স্মরণে দিনটিকে জাতিসংঘ "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" হিসেবে ঘোষণা করেছে, তেমনি বাংলাভাষাও জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে অবিলম্বে স্বীকৃতি পাওয়া উচিত৷ মনোজকুমার. গিরিশ, কলকাতা, ভারত৷

বাংলাদেশে মেয়েদের বোরখা পরার ওপর রিপোর্ট, ইরানের ওপর রিপোর্ট, জার্মান পত্রপত্রিকায় প্রকাশিত পাকিস্তানের বন্যা, দুর্গতদের ওপর রিপোর্ট, ১৪ বছরের ডাচ মেয়ে লরা ডেকারের সমুদ্র ভ্রমণের ওপর প্রতিবেদনটি এবং ক্লাব বন্ধুদের সুন্দর সুন্দর চিঠি, ইমেইল, ভয়েসমেইলের জবাব আর ফোনে আলাপচারিতার কথা শুনে আমরা দারুণ খুশি হয়েছি৷ গত মোনালিসায় মাদার টেরেসাকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এবং বিজ্ঞান ডটকমে গ্রীনল্যান্ডের এক বিশাল আকৃতির বরফের পাহাড় ভেঙ্গে পড়ার ওপর প্রতিবেদনটি শুনে খুব ভালো লেগেছে৷ মোটকথা তরতাজা রিপোর্ট এবং তথ্যপূর্ণ ফিচার পর্বগুলো উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া, বাংলাদেশ৷

ডয়চে ভেলের প্রতিটি আয়োজন নানা রকম তথ্যে ভরপুর, বিশেষ করে বিশ্বসংবাদ৷ সাথে যোগ হওয়া গানগুলোও চমৎকার লাগছে৷ এমএইচ রনি, ভোলা, বাংলাদেশ৷

বাংলাদেশের বুড়িগঙ্গা নদী মৃত প্রায় অবস্থা নিয়ে তথ্যবহুল সবুজ পৃথিবী পরিবেশনাটি ভালো লেগেছে৷ রতন কুমার পাল, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

বেশ কয়েক বছর আগে ডয়চে ভেলেতে পল্লী বাংলার এক মরমী শিল্পী আবদুল আলীমের গাওয়া একটি ক্যাসেট উপহার হিসেবে পাঠিয়েছিলাম৷ সেখান থেকে আপনারা গানও শুনিয়েছিলেন৷ এবারের প্রস্তাব, আসছে ৫ সেপ্টেম্বর ঐ ক্ষণজন্মা শিল্পীর ৩৬তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে তাঁর গান ও সঙ্গীত জীবন নিয়ে একটি সুরের ভুবন উপহার দিলে আমরা অত্যন্ত আনন্দিত হবো৷ শুভ কামনায়, মমতাজ বেগম ও সকল সদস্য, শাপলা শর্টওয়েভ লিসনার্স ক্লাব, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম, বাংলাদেশ৷