বাংলাদেশ ক্রিকেটদল | পাঠক ভাবনা | DW | 18.10.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বাংলাদেশ ক্রিকেটদল

বিজয়া দশমী মিষ্টি খাওয়ার দিন, এদিন আবার বাংলাদেশ ক্রিকেটদল নিউজিল্যান্ডকে ৪-০ ম্যাচে হোয়াইট ওয়াশ করলো৷ মিষ্টির মিষ্টতা বেড়ে গেলো ..

হাজারগুণ৷বাংলাদেশ ক্রিকেটদলের সকলকে জানাই উষ্ণ অভিনন্দন৷চৈতালী সরকার ও সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান শুনে আনন্দ পাই, অনেক প্রয়োজনীয় তথ্য পাই - যা আমার অনেক কাজে আসে৷ আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনছি, খুব ভালো লাগছে৷ জার্মানি থেকে এতো সুন্দর বাংলা অনুষ্ঠান ব্যাতিক্রমধর্মী উদ্যোগ৷ ডয়চে ভেলের প্রতিটি আয়োজন নানা রকম তথ্যে ভরপুর, বিশেষ করে বিশ্বসংবাদ৷ সাথে যোগ হওয়া গানগুলোও চমৎকার লাগছে৷ তরতাজা রিপোর্ট এবং তথ্যপূর্ণ ফিচার উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ৷ ডয়চে ভেলের সার্বিক অনুষ্ঠান পরিকাঠামো দিনদিন শ্রোতা প্রিয় হয়ে উঠছে৷ ডয়চে ভেলের সাথে থাকতে পরে আমরা গর্ব বোধ করছি৷ আরএর সবকিছু আমরা পাই ছবিসহ প্রতিবেদন আকারে আপনাদের ওয়েবসাইট থেকে৷ বিশ্বকে জানার জন্য সবচেয়ে সহজতম মাধ্যম হলো আপনাদের ওয়েব সাইট|

শর্টওয়েভে অনুষ্ঠান প্রচার বন্ধ হয়ে যাচ্ছে এতে বেশ কষ্ট হবে| কিন্তু করার তো কিছু নেই,তবু আপনাদের মাধ্যমে ডয়চেভেলে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ বিষয়টি পুনরায় বিবেচনায় আনার জন্য|মোঃহাফিজুর রহমান, চুপি, বর্ধমান, বর্ধমান, ভারত৷

ইন্টারনেটের সমস্যার কারণে এক সপ্তাহ আমরা আপনাদের সাথে কোনরকম যোগাযোগ রাখতে পারি নাই৷ তবেওয়েবসাইট ভিজিট কিংবা যোগাযোগ করতে না পারলেও আমরা কিন্তু অনুষ্ঠান শোনা মিস করি নাই৷ আবার আজ থেকে আপনাদের ওয়েবসাইট, ফেসবুকও টুইটারে সঙ্গী হিসাবে আছি৷

আজকে ওয়েবসাইটের ডিজিটাল ছবি থেকে গোপন তথ্য জানা সম্ভব৷ এ বিষয়ে বিশেষজ্ঞদের বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বার্লিনে ছাত্রছাত্রীদের ভেগেতে যৌথ বসবাস বাড়ছে, ফ্রান্স থেকে বিতাড়িত রোমানদের সাহায্যে দুই জার্মান তরুণীর মহতী কর্মকান্ড এবং অস্কার বাছাইয়ে নায়িকাদের তুমুল প্রতিযোগিতা সম্পর্কে জেনে খুব ভালো লাগলো৷মোখলেসুর রহমান, খাদিমপুর, কুষ্টিয়া, বাংলাদেশ৷

বাংলাদেশের দামাল ছেলেরা আবারও প্রমাণ করেছে যে তারাই সেরা৷ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর ১৯৯৯ সালে আইসিসিতে যেমন ঝলসে উঠেছিল৷ তার পর থেকে একের পর এক বিশ্বের সেরা দলগুলোকে হারিয়ে তারা প্রমাণ করেছে তারাও পারে বিশ্বের দরবারে বাংলাদেশের নাম সবার উপরে তুলে ধরতে৷ বাংলাদেশের আকাশে-বাতসে এখন শুধু জয়ের ধ্বনিই উচ্চারিত হচ্ছে৷ আমাদের সকলের পক্ষ থেকে বাংলাদেশের টাইগার দলের জন্য অভিনন্দন ও শুভ কামনা রইল৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু, রেইনবো শ্রোতা সংঘ কুষ্টিয়া, বাংলাদেশ৷

আমি আপনাদের নিয়মিত শ্রোতা৷ তবে একটা বিষয় হলো আপনারা ক্রিকেটের খবর খুব কম দিয়ে থাকেন৷ ভারত, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ, নিউজিল্যান্ডের খবর একেবারে প্রচার হয়নি বললেই চলে৷ সিব্বির, সিলেট, বাংলাদেশ৷

সর্বপ্রথমে বাংলাদেশ নিউজিল্যান্ডকে ৪-০ব্যবধানে হারিয়ে হোয়াইট ওয়াশ করায় সকল খেলোয়াড়দের অভিনন্দন জানাই৷

এছাড়া গত মার্চ/এপ্রিল মাসের ধাঁধা প্রতিযোগিতায় প্রধান পুরস্কার হিসেবে আইপড বিজয়ী হওয়ায় আমি এবং আমার পরিবারের সদস্যরা কি পরিমাণ খুশি হয়েছি সে অনুভূতি কিছুতেই বোঝাতে পারবোনা৷ পুরস্কার বিজয়ী হলেও আমি কখনো ভাবিনি আইপডটি আমি হাতে পাবো৷ গতসপ্তাহে রেজিষ্ট্রিডাকে আপনাদের পাঠানো আইপডটি হাতে পাওয়ার পর নিশ্চিন্ত হলাম৷ ডাকপিয়নের কাছ থেকে প্যাকেটটি পাওয়ার পর সকলে আনন্দে আত্নহারা৷ এই সুন্দর আইপডটি পাঠানোর জন্য ডয়চে ভেলের সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই৷ তসলিমা বেগম,মাষ্টার ফজলুল করিম, সেরাং বাড়ি, উত্তর-পূর্ব হরিশপুর, সন্দ্বীপ, চট্টগ্রাম,বাংলাদেশ৷

শেষ পর্যন্ত হোয়াইট ওয়াশ অর্থাৎ বাংলায় যাকে বলে ধবল ধোলাই করেই ছাড়লো বাংলাদেশ নিউজিল্যান্ডকে৷ আর এর মধ্যে দিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ৷ পঞ্চম ও শেষ একদিনের খেলায় ৩ রানে কিউইদের হারিয়েছে বাংলাদেশ৷ এই জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ ৪-০ ব্যবধানে হারালো নিউজিল্যান্ডকে৷ আর এর মধ্যে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-র ব়্যাঙ্কিং-এ অষ্টম স্থানে উঠলো বাংলাদেশ৷এর আগে বাংলাদেশ ছিল নবম স্থানে৷নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ দলের ক্রিকেটার ও কর্মকর্তাদের আমাদের ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন এবং সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি৷ জয় বাংলাদেশ ক্রিকেট, জয় বাংলাদেশ ক্রিকেট, জয় বাংলাদেশ ক্রিকেট৷

আশা করছি আগামী বিশ্বকাপ-২০১১ সালে বাংলাদেশ তার সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হবে৷ ডয়চে ভেলেকে অভিনন্দন এই তরতাজা সংবাদ দ্রুত রেডিও এবং ওয়েবসাইটে সংকলন করায়৷

দিদারুল ইকবাল, শহীদুল কায়সার লিমন, তাছলিমা আক্তার লিমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, আয়েশা বেগম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, আনোয়ারা বেগম, সাহাদাত হোসেন, তাছলিমা বেগম, আব্দুল রাজ্জাক, মুসলিমা বেগম, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন, বাড়ি- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২, মিরপুর, ঢাকা-১২১৬,বাংলাদেশ৷