1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে সংসদে আজ বাজেট পেশ হবে

১০ জুন ২০১০

রুনা-রত্না-আসমা’র বিয়ে, বাজেট, বিরোধী দলের অবস্থান কর্মসূচি, বিশ্বকাপ এই খবরগুলোই প্রাধান্য পেয়েছে ঢাকার আজকের পত্রিকাগুলোতে৷

https://p.dw.com/p/Nmcv
অর্থমন্ত্রী আজ ৩৯তম বাজেট পেশ করবেনছবি: Samir Kumar Dey

বাজেট

বাংলাদেশের ৩৯তম বাজেটটি কেমন হতে যাচ্ছে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে বিভিন্ন গণমাধ্যম৷ যেমন প্রথম আলো বলছে, অর্থমন্ত্রী আজ যে বাজেট পেশ করতে যাচ্ছেন তাতে সাধ আর সাধ্যের মধ্যে সমন্বয় ছাড়াও নানান শ্রেনীর মানুষের স্বার্থেরও সমন্বয় করা হবে৷ এছাড়া নতুন দুটি বিষয়ে কর নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছে পত্রিকাটি৷ এর মধ্যে একটি হলো পুঁজিবাজার থেকে লাভবান হওয়া প্রতিষ্ঠানের ওপর আর অন্যটি হলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির ওপর৷ এদিকে কালের কন্ঠের রিপোর্ট অনুযায়ী, এবার ধনীদের কর বাড়লেও সাধারণের ওপর কর বাড়ছেনা৷ এছাড়া বিদ্যুৎ ও জ্বালানী খাতকে বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছে পত্রিকাটি৷ আর দৈনিক ইত্তেফাক বলছে যে, প্রতিবছরই বাজেটের আকার বাড়ানো হয় কিন্তু কোনবারই তার যথার্থ বাস্তবায়ন হয়না৷

রুনা-রত্না-আসমা'র বিয়ে

মানবিক কারণেই বেশ কয়েকটি পত্রিকা এই বিয়ের খবরটিকেই তাদের শীর্ষ খবর করেছে৷ অনেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নতুন এই তিন দম্পতির একটি বড় ও রঙিন ছবি ছেপেছে৷ বিয়ের অনুষ্ঠানের বিস্তারিত তথ্য পরিবেশন করেছে পত্রিকাগুলো৷ প্রথম আলো বিয়ে নিয়ে তিন কনের অনুভূতির কথা জানিয়েছে৷ এছাড়া বর কনের পোশাকের বর্ণনাও রয়েছে প্রথম আলোর প্রতিবেদনে৷ এ থেকে জানা যায় যে, নতুন তিন দম্পতিরই পরণে ছিল একই ধরণের পোশাক৷ শুধু বিয়ে নয়, ঘর সাজানোর জন্য প্রয়োজনীয় অনেক জিনিসই নতুন দম্পতিদের দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রথম আলো৷ এছাড়া এক বেকার জামাইকে বেসিক ব্যাঙ্কে চাকরিরও ব্যবস্থা করে দেয়া হয়েছে৷ আর বিয়ের খাবারের তালিকায় ছিল কাচ্চি বিরিয়ানি, মুরগির রোস্ট, জর্দা ও কোমল পানীয়৷

বিএনপি'র কর্মসূচি

বিরোধী দলের অবস্থান কর্মসূচি নিয়ে অনেক পত্রিকাই প্রথম পাতায় ছবি সহ খবর পরিবেশন করেছে৷ সরকারের দুঃশাসন আর সহ্য করা হবেনা- বিরোধী নেতা খালেদা জিয়ার করা এই মন্তব্যকে প্রাধান্য দিয়েই খবর ছেপেছে পত্রিকাগুলো৷ এছাড়া সমকাল বলছে, বিএনপি'র বিকল্প বাজেট প্রস্তাবকে অসাংবিধানিক বলায় সরকারি দলের তীব্র সমালোচনা করেছেন খালেদা জিয়া৷ অবস্থান কর্মসূচিতে চারদলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বলে জানায় পত্রিকাটি৷ এর ফলে ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর এই প্রথম জোট নেতারা একই মঞ্চে বক্তব্য রাখলেন বলে সমকাল জানাচ্ছে৷ এদিকে বিএনপি'র কর্মসূচির ফলে ঢাকা জুড়ে যে তীব্র যানজটের সৃষ্টি হয়, সেই বিষয়টি নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে ইত্তেফাক৷ পত্রিকাটি যানজটের একটি ছবিও ছেপেছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়