1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে এখন ১২ জেলায় অ্যানথ্রাক্স

২১ সেপ্টেম্বর ২০১০

দেশের ১২ জেলায় অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে৷ সরকারি হিসেবে আক্রান্ত হয়েছেন ৬০৫ জন৷ অ্যানথ্রাক্স আতংকে গরুর মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন অনেকে৷ চামড়া শিল্পে বিপর্যয়ের আশংকা৷

https://p.dw.com/p/PI0u
ইতিমধ্যে ১২টি জেলায় ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্সছবি: AP

অ্যানথ্রাক্স নিয়ে দেশের সাধারণ মানুষ রয়েছে বিভ্রান্তিতে৷ তারা ঠিক জানে না কি করতে হবে, প্রতিরোধে কি ব্যবস্থা নিতে হবে৷ অ্যানথ্রাক্সের কারণে আসন্ন কোরবানীর ঈদে গবাদী পশু ব্যবসায়ীরা যেমন সংকটে পড়বেন, তেমনি পশু কোরবানী নিয়েও নানা জটিলতার আশংকা রয়েছে৷

অ্যানথ্রাক্স প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য এবং রোগতত্ত্ব বিভাগের পরিচালক ড. মাহমুদুর রহমান অবশ্য পরিস্থিতিকে এখনেও স্বাভাবিক বলেই মনে করেন৷ তিনি বললেন, এই রোগে আক্রান্ত মানুষের মৃত্যুর আশংকা নেই বললেই চলে৷

অ্যানথ্রাক্সের কারণে চামড়া শিল্পে ইতিমধ্যেই প্রভাব পড়েছে৷ তবে কোরবানীর ঈদে পর্যাপ্ত গরু কোরবানী না হলে এই শিল্পে বিপর্যয় নেমে আসবে৷ এজন্য ড. মাহমুদ সবাইকে সচেতন হতে বললেন৷

অন্যদিকে বিকেলে মন্ত্রণালয়ে এক বৈঠকে মৎস ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, আগামি ১০ দিনের মধ্যে দেশ থেকে অ্যানথ্রাক্স দূর হয়ে যাবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী