1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৭ নভেম্বর ২০১০

ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ উদ্দীপনার মধ্যে বুধবার সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা৷ তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে মঙ্গলবার দেশের কয়েক জায়গায় ঈদুল আজহা উদযাপিত হয়েছে৷

https://p.dw.com/p/QAvI
মুসলমাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহাছবি: AP

রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে৷ এ কারণে ঈদগাহকে ঘিরে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা৷ ক্লোজ সার্কিট ক্যামেরা, আর্চওয়ে গেইট বসানো হয়েছে আগেই৷ পাশেই স্থাপন করা হয়েছে পুলিশের কন্টোল রুম৷ সেখান থেকেই মনিটরিং করা হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো৷ মঙ্গলবার বিকেলে ঈদগাহ মাঠের নিরাপত্তার সর্বশেষ অবস্থা দেখতে যান ঢাকা মেট্টোপলিটন পুলিশের কমিশনার বেনজির আহমেদ৷ ঈদগাহ ময়দানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন৷ জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, কূটনীতিক ও রাজনীতিকসহ সর্বস্তরের নাগরিক অংশ নেবেন৷

এদিকে কোরবানির পশুর উচ্ছৃষ্ট অংশ যেখানে সেখানে না ফেলতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন৷ দ্রুত এগুলো পরিস্কারের ব্যবস্থাও নিয়েছে তারা৷ এসব তথ্য জানিয়েছেন ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ৷

ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণীতে দেশবাসীসহ মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন৷ তারা জাতির সুখ ও সমৃদ্ধিও কামনা করেন৷
প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: সাগর সরওয়ার