1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ঈদে ঘরমুখো নগরবাসী

১৬ নভেম্বর ২০১০

বুধবার বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা৷ ঘরমুখো মানুষের স্রোত তাই বাস, লঞ্চ ও ট্রেনে৷ রয়েছে ভোগান্তি, তবুও সবার আশা প্রিয়জনের সান্নিধ্যে ঈদ উদযাপন করা৷

https://p.dw.com/p/QARD
পালিত হচ্ছে ঈদ উল আজহাছবি: AP

মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঈদ উল আজহা বা কোরবানির ঈদের ৩ দিনের ছুটি৷ সবাই ছুটছেন পরিবার পরিজনকে সাথে নিয়ে গ্রামের বাড়িতে আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে৷ আর এই ছোটাছুটিতে অনেকে হেরেও যাচ্ছেন৷ অনেক কষ্টে স্টেশনে গিয়ে দেখেন বাস বা ট্রেন ছেড়ে দিয়েছে৷

লঞ্চে যাত্রী পরিবহনে কিছু নিয়ম নীতি বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ৷ অতিরিক্ত যাত্রী বোঝাই নিষেধ থাকলেও লঞ্চ ঘাটে লঞ্চ ভেড়া মাত্র যাত্রীরা ঝাপিয়ে পড়ছেন৷ তবে লঞ্চ মালিক আর কর্মকর্তারা দাবি করছেন, তারা অতিরিক্ত যাত্রী বোঝাই করছেন না৷ বিশেষ লঞ্চ সার্ভিসের মাধ্যমে বাড়তি যাত্রীদের নেয়া হচ্ছে৷

অন্যদিকে টিকিট কেটেও স্টেশনে গিয়ে বাস বা যানবাহনের দেখা পাওয়া যাচ্ছেনা৷ ১০ টার গাড়ি কয়টায় ছাড়বে তা যেমন যাত্রীরা জানেননা৷ তেমনি কর্তৃপক্ষও কোন জবাব দিতে পারেনা৷

কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ পুলিশ কমিশনার বেনজীর আহমেদ জানান, জাতীয় ঈদগাসহ রাজধানীর মসজিদগুলোতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক