1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক, স্তব্ধ পুরো জাতি

৫ জুন ২০১০

পুরনো ঢাকায় ভয়াবহ আগুনের ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে পুরো জাতি৷ শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে৷ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে৷

https://p.dw.com/p/Nidv
ঘটনার ভয়াবহতা এখনো অবিশ্বাস্য মনে হচ্ছেছবি: picture alliance / dpa

সরকারী হিসেবে আগুনে পুড়ে নিহতের সংখ্যা ১১৭ তে দাঁড়িয়েছে৷ এখনো বিভিন্ন ভবন থেকে বের করে আনা হচ্ছে মৃতদেহ৷ স্বজনদের কান্না আর আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে৷

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে একটি বিয়েবাড়িতে গ্যাসের চুলা বিস্ফোরনের পর গ্যাস লাইনে আগুন ছড়িয়ে পড়ে৷ এরপর তা বিদ্যুতের ট্রান্সফরমারে ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে৷ তারপর কেমিক্যালের গুদামে আগুন লাগলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷

আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে৷ কিন্তু এত জন আহতকে একসঙ্গে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিট৷ ডা. সমান্ত লাল সেন জানান, যারা আগুনে পুড়ে আহত হয়েছেন তাদের অবস্থাও আশংকাজনক৷

স্বাস্থ্যমন্ত্রী রহুল হক জানিয়েছেন আহতদের চিকিৎসা আর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে সরকার৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের হাসপাতালে দেখতে যান শুক্রবার সকালে ৷ তিনি এধরনের আগুন যাতে আর না লাগে, তার জন্য কার্যকর ব্যবস্থা এবং এবং সব হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের ঘোষণা দেন৷ বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আহতদের হাসপাতালে দেখতে যান বৃহস্পতিবার রাতে৷

আগুনের ঘটনায় তদন্ত কমিটি কাজ শুরু করেছে৷ গত রাতে উদ্ধার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা৷ টেলিভিশন চ্যানেলগুলো বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার বন্ধ রেখেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন