1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে অসংসদীয় আচরণ বন্ধে কঠোর স্পিকার

৪ মার্চ ২০১০

বিরোধী দল সংসদে যোগ দেয়ার পর আশা ছিল জাতীয় সংসদ কার্যকর হবে৷ সংসদের আলোচনা হবে গঠনমূলক৷ কিন্তু সংসদ পুরনো বৃত্তেই রয়ে গেছে৷

https://p.dw.com/p/MJrZ
জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদছবি: DW/ Harun-ur-Rashid Swapan

পরস্পরের প্রতি বিষোদগার আর অসংসদীয় আচরণের কারণে সমালোচিত হচ্ছেন সংসদ সদস্যরা৷ আর এতে জাতীয় সংসদের স্পিকারও ক্ষুব্ধ৷

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান ডয়চে ভেলেকে বলেন, ‘‘জাতীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকার পরও সংসদ সদস্যরা অতীত নিয়ে কুটতর্কে লিপ্ত হচ্ছেন৷ যা বন্ধ হওয়া প্রয়োজন৷'' তবে সাবেক বিচারপতি গোলাম রব্বানি মনে করেন, সংসদের এই অহেতুক তর্ক বন্ধ করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে৷

জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ অসংসদীয় আচরণ বন্ধ করতে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন৷ তিনি বলেছেন, কোন সদস্য অসংসদীয় আচরণ করলে বা শব্দ ব্যবহার করলে তাঁর মাইক বন্ধ করে দেয়া হবে৷ সংসদের শৃঙ্খলা রক্ষায় তিনি তাঁর সিদ্ধান্ত অনুযায়ী চলবেন৷ আর তার ফলে যদি তাঁকে পছন্দ না হয় তিনি স্পিকারের পদ ছেড়ে দিতে প্রস্তুত রয়েছেন৷

প্রতিবেদক : হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক