1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের রূপ হয়ত এভাবে আপনি আগে দেখেননি

৮ নভেম্বর ২০১৬

দিনাজপুরের রামসাগরে নিশ্চয় অনেকে গেছেন, সীতাকুন্ডের খৈইয়াছড়া জলপ্রপাতও হয়ত দেখা হয়েছে অনেকের, কিন্তু তারপরও আপনারা এই ভিডিও দেখে অবাক হতে পারেন৷ কারণ ড্রোন দিয়ে তোলা হয়েছে ছবিগুলো৷

https://p.dw.com/p/2SKYp
কাপ্তাই লেক, রাঙামাটি
ছবি: DW/M. Mamun

আকর্ষণীয় স্থাপনাগুলো উপর থেকে দেখতে কেমন আগে তা সচরাচর জানা যেত না৷ তবে ড্রোন আসায় ইদানীং এমন সব ছবি তোলার ‘ট্রেন্ড' চালু হয়েছে৷ ফলে অনেকবার দেখা জিনিসগুলোই আবার নতুন করে দেখার মতো অনুভূতি পাওয়া যাচ্ছে৷ তেমনি অনুভূতি পেতে এই ভিডিওটি দেখতে পারেন৷

শাহাদাত সুমন ড্রোন দিয়ে তোলা ছবি নিয়ে ভিডিওটি নির্মাণ করেছেন৷ এতে আহসান মঞ্জিল, দিনাজপুরের রামসাগর, কান্তজীউ মন্দির, ফেনীর উইন্ডমিল, ইটভাটা, বুড়িগঙ্গা, খৈইয়াছড়া জলপ্রপাত সহ আরও কয়েকটি স্থান নতুন করে দেখা গেছে৷

সুমনের তৈরি এমন আরেক ভিডিওতে বান্দরবনের স্বর্ণমন্দির, কক্সবাজার সমুদ্রসৈকত, ঢাকার স্টেডিয়াম ও যমুনা সেতুর অপূর্ব রূপ দেখা যাচ্ছে৷

জেডএইচ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য