1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাংলাদেশি নিহত হওয়ার খবর দূতাবাসের কাছে নেই’

২৫ ফেব্রুয়ারি ২০১১

লিবিয়া ছাড়তে মরিয়া বাংলাদেশিরা৷ তবে সেদেশে বাংলাদেশি নিহতের কোন তথ্য নেই সরকারের কাছে৷ এদিকে, লিবিয়ায় বিশেষ ব্যবস্থায় ইন্টারনেট ব্যবহার করে ব্লগ লিখছেন এক বাংলাদেশি৷

https://p.dw.com/p/10PBi
লিবিয়া ছাড়ছে বিদেশিরাছবি: DW

লিবিয়া ছাড়তে চায় বাংলাদেশিরা

লিবিয়ায় বাংলাদেশিদের দূরবস্থা নিয়ে শিরোনাম করেছে অধিকাংশ পত্রিকা৷ দৈনিক কালের কণ্ঠ লিখেছে, ‘লিবিয়া ছাড়তে মরিয়া বাংলাদেশিরা, ৩৭ প্রাণহানির অসমর্থিত খবর'৷ লিবিয়ায় প্রায় ৬০ হাজার বাংলাদেশি অবস্থান করছে৷ সেদেশে সরকার বিরোধী আন্দোলনের কারণে বেশ বিপাকে পড়েছে এই প্রবাসীরা৷ ইতিমধ্যে কিছু বাংলাদেশি লিবিয়া থেকে মিশরে সরে গেছে৷ লিবিয়া ছাড়তে সীমান্ত এলাকায় অপেক্ষা করছে আরো কয়েকশত বাংলাদেশি৷ এছাড়া ত্রিপোলিতে বাংলাদেশের দূতাবাসেও অবস্থান নিয়েছে শতাধিক প্রবাসী৷ একই বিষয়ে একটু ভিন্ন শিরোনাম করেছে দৈনিক যুগান্তর৷ লিখেছে, ‘আরব বিশ্বের সংঘাতে তছনছ বাংলাদেশের শ্রমবাজার'৷ আরব বিশ্বে সরকার বিরোধী আন্দোলনের কারণে বাংলাদেশে রেমিট্যান্সের প্রবাহ স্বভাবতই কমে গেছে৷

ডয়চে ভেলের প্রতিবেদন, প্রতিক্রিয়া

ডয়চে ভেলে বৃহস্পতিবার একটি সংবাদ প্রকাশ করে, ৩৭ জন বাংলাদেশি লিবিয়ায় মারা গেছে৷ সেখানে অবস্থানরত দু'জনের সাক্ষাৎকারের ভিত্তিতে ছিল এই প্রতিবেদন৷ এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার সংসদে জানান, ‘‘দেশি ও বিদেশি মিডিয়াতে লিবিয়ায় হতাহতের খবর প্রচার করা হলেও এখন পর্যন্ত কোন বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার খবর আমরা পাইনি''৷ দৈনিক ইত্তেফাক জানিয়েছে এই খবর৷ এছাড়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই বিষয়ে কথা বলেছে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এ বি এম নূরুজ্জামান এর সঙ্গে৷ তিনি বলেছেন, ‘‘দেশটিতে কোনো বাংলাদেশি নিহত হওয়ার খবর দূতাবাসের কাছে নেই''৷ তবে, লিবিয়া থেকে বাংলাদেশি এক ব্লগার সামহোয়্যার ইন ব্লগে দাবি করেছেন, ‘‘গতকাল রাতে মিছরতা স্ট্রেট'র এক কোম্পানীতে ৩০০ বাংলাদেশি ক্যাম্পে লিবিয়ান দস্যুরা হামলা করে ৩৭ বাংলাদেশি কে মেরে ফেলেছে৷ যার মধ্যে বাংলাদেশি নার্স হিসাবে কর্মরত মহিলাও আছেন৷'' এই ব্লগার লিবিয়ায় বিশেষ ব্যবস্থায় ইন্টারনেট ব্যবহার করে ব্লগটি পোস্ট করেন৷

আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল-হাসান দৈনিক প্রথম আলোতে বিশেষ কলাম লিখেছেন৷ শিরোনাম, ‘আগের ম্যাচের ভুল করা যাবেনা'৷ সাকিবের কথায়, সব দলের বিপক্ষেই স্পিন বোলিং আমাদের মূল অস্ত্র৷ আয়ারল্যান্ডের বিপক্ষেও তাই থাকবে৷ একই বিষয়ে দৈনিক সমকালে বিশেষ কলাম লিখেছেন গাজী আশরাফ লিপু৷ শিরোনাম, ‘আয়ারল্যান্ড দুর্বল তবে বিপজ্জনক'৷ লিপুর মতে, আজ যিনি টস জিতবেন তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্তই নিতে পারেন৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়