বাংলাদেশিরাই ভোগান্তির শিকার | পাঠক ভাবনা | DW | 03.09.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বাংলাদেশিরাই ভোগান্তির শিকার

ভারতে ইন্টারনেট ব্যবহাকারীদের নিয়ে আজকের রিপোর্টটি খুব ভাল ছিলো৷ বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে৷ এটা মোবাইল ব্যবহারকারীদের জন্য সম্ভব৷ এর মাধ্যমে আমরা ...

বর্তমানে ডয়চে ভেলেসহ সারা বিশ্বের সাথে যুক্ত৷ জলবায়ু পরিবর্তন বিষয়ক রিপোর্টটিও খুব ভালো লেগেছে৷ এই পরিবর্তনে আমরা বাংলাদেশিরাই ভোগান্তির স্বীকার৷ আমাদের আশা বিশ্ব সম্প্রদায় এ ব্যাপারে এগিয়ে আসবে৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে এসব তথ্য দেবার জন্য৷ সালাউদ্দিন ডলার, গ্লোবাল ডয়চে ভেলে ফ্যান ক্লাব, চৌমহূনী, রাজশাহী, বাংলাদেশ৷

আপনাদের অনুষ্ঠান ভাললাগে৷ আমার মনে হয় যারা ওয়েবসাইট কুইজ-এ বিজয়ী হয় তাদের নাম অনুষ্ঠানে জানালে ভাল হয়|তখন বিজয়ীদের নাম সবাই জানতে পারবে৷ তাপস, লালমনিরহাট, রংপুর, বাংলাদেশ৷

আপনাদের রেডিও অনুষ্ঠান নিয়মিত শুনছি, সব পরিবেশনাই আমার ভালো লাগে৷ যদি অনুষ্ঠানে সরাসরি শ্রোতাদের মতামত দেওয়ার সুযোগ থাকতো তাহলে খুব ভালো হতো৷ রাহাত সিদ্দীক, খুলনা, বাংলাদেশ৷

আমি আপনাদের নতুন শ্রোতা, এফএম ব্যান্ডে প্রচারিত অনুষ্ঠান খুব ভালো লাগছে৷ নতুন শ্রোতা হিসেবে আমাকে গ্রহণ করবেন৷ মোঃ শাহাদাত হোসেন শফিকুল, ইন্সটিটিউট অফ হেল্থ টেকনোলজী, শেষ বর্ষ, ফার্মেসী, রাজশাহী, বাংলাদেশ৷

জার্মানিতে ৭০ লাখ মানুষ সামাজিক ভাতার ওপর নির্ভরশীল, এই তথ্য জেনে অবাক হলাম৷ তপতী সরকার, বর্ধমান, ভারত৷

আপনাদের ওয়েবসাইটের প্রতিটি বিভাগ অত্যন্ত তথ্য সমৃদ্ধ, শিক্ষণীয়, সময়োপযোগী এবং মনোগ্রাহী৷ যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড শহরে ব্যতিক্রমধর্মী এক যাদুঘর" রক এ্যান্ড রোল হল অফ ফেম" এবং পাহাড়ে জঙ্গলে সবুজের মাঝে ঘুরে বেড়ানোর ওপর ১১০ তম ডয়চে ভান্ডারটাগ উৎসব ইত্যাদি৷ যার ফলে আপনাদের ওয়েবসাইট ভিজিট না করে থাকতে পারিনা৷ ধন্যবাদ, মোখলেসুর রহমান, কুষ্টিয়া, বাংলাদেশ৷