1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব়্যাবকে ঘুষ দিতে চাইলো পুলিশ!

৯ সেপ্টেম্বর ২০১০

২০১৫ সালের মধ্যে ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বাংলাদেশে -জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ রয়েছে ঈদ উপলক্ষ্যে ঢাকাবাসীর গ্রামে ফেরার আপ্রাণ চেষ্টার খবর৷ সঙ্গে ব়্যাবকে পুলিশে ঘুষ দেয়া নিয়ে বিশেষ প্রতিবেদন৷

https://p.dw.com/p/P7OE
ব়্যাবছবি: DPA

চট্টগ্রামে শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফর নিয়ে সরব আজকের গণমাধ্যমগুলো৷ দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘ডিসেম্বরের মধ্যে আরো ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ'৷ চট্টগ্রামে এক জনসভায় শেখ হাসিনা দিয়েছেন এই খবর৷ তিনি বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাবে৷ এছাড়া ২০১৫ সালের মধ্যে সারা দেশে ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে৷ এসময় চট্টগ্রামের উন্নয়নে কয়েকটি নতুন প্রকল্পেরও ঘোষণা দেন শেখ হাসিনা৷ একই বিষয়ে দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘জনগণের কল্যাণে প্রয়োজনে বাবার মতো রক্ত দেব: চট্টগ্রামে শেখ হাসিনা'৷

ঈদ

‘কত যে কষ্ট! কত আনন্দ!' - দৈনিক সমকালের শিরোনাম এটি৷ প্রিয়জনের টানে ঈদের আগমুহূর্তে ঢাকা ছাড়ছেন লাখ লাখ মানুষ৷ টিকিট না পেয়ে অনেকে বাস, ট্রেন বা লঞ্চের ছাদে করেও ঘরে ফিরতে প্রস্তুত৷ সমকালের আরেক শিরোনাম, ‘অনন্য ঈদ উপহার'৷ এমাসেই নিয়োগ পাচ্ছেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক৷ গতকাল এসংক্রান্ত নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে৷

ব়্যাবকে ঘুষ দিতে চায় পুলিশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘ব়্যাবকে ঘু্ষ সাধার পর গুলি চালাতে গেল পুলিশ'৷ ঢাকার এলিফ্যান্ট রোডে ইয়াবাসহ কয়েক তরুণকে পাকড়াও করে ব়্যাব৷ এসময় পুলিশের উপ-পরিদর্শক রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে ব়্যাবকে ঘুষ দিয়ে তরুণদের ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে৷ কিন্তু ব়্যাব এতে রাজি না হলে, গুলি করার হুমকি দিয়ে রুহুল৷ শেষমেষ তাকেসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ব়্যাব৷

পথশিশুর ঈদের পোশাক

‘পথশিশুদের চোখে খুশির ঝিলিক' জানাচ্ছে দৈনিক ইত্তেফাক৷ লন্ডন প্রবাসী এক তরুণ ঢাকার কয়েক পথশিশুকে কিনে দিয়েছে ঈদের পোশাক৷ ঈদের দিন তাদের জন্য বিশেষ খাবারেরও ব্যবস্থা করছে ঐ তরুণ৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার