1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব়্যাপ সঙ্গীত শিল্পী অভিষেক বচ্চন!

১৩ এপ্রিল ২০১১

গান করতে হয়তো খুব ভালোবাসেন বলিউড স্টার অভিষেক বচ্চন! না, স্নানাগারে গুনগুন করে নয়, বেশ গলা ফাটিয়েই গান করতে পারেন তিনি৷ মাঠে ময়দানে অবশ্য নয়, সিনেমায়৷

https://p.dw.com/p/10s9q
অভিষেক বচ্চনছবি: UNI

এর আগেও তিনি কন্ঠ দিয়েছেন সিনেমার গানে৷ এবার আবার দিচ্ছেন৷ অভিষেক কন্ঠ দিয়েছেন ‘দম মারো দম' ছবির একটি ব়্যাপ সঙ্গীতে৷ দেব আনন্দের ‘হরে কৃষ্ণ হরে রাম' ছবিটি নতুন করে তৈরি করছেন রোহন সিপ্পি৷ ছবিটির নাম অবশ্য পাল্টে দেওয়া হয়েছে৷ নতুন নামকরণ করা হয়েছে ‘দম মারো দম'৷ এই ছবিতেই ব়্যাপ গান গেয়েছেন অভিষেক৷

গানের কথাটি খুব সুন্দর৷ তাতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলা হচ্ছে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে৷ তাদের কে মাদকের প্রতি ‘না' বলার অনুরোধ জানানো হয়েছে৷

ছবির সংগীত পরিচালনা করছেন প্রিতম৷ তিনিই বেশ শিখিয়ে-পড়িয়ে গানটি করিয়েছেন অভিষেককে দিয়ে৷ এই গানটি গাইবার পর নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করে অভিষেক জানিয়ে দিয়েছেন এই তথ্য৷ আর এর পরেই তাঁর ভক্তরা জানিয়েছেন, তরুণ সমাজের কাছে অভিষেক নিজের কথাটি, মানে মাদকমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ের কথাটি যথার্থভাবেই উপস্থাপন করতে সক্ষম৷ এর আগে ব্লাফ মাস্টার ছবিতে প্রথম গান গেয়ে চমকে দিয়েছিলেন অভিষেক বচ্চন৷

এদিকে, রোহন সিপ্পির এই ছবিতে নাকি ভারতের পর্যটন শহর গোয়া ও সেখানকার মেয়েদের অত্যন্ত বাজেভাবে উপস্থাপন করা হয়েছে, এমন অভিযোগ উঠেছে৷ ছবিতে গোয়াকে মাদক ব্যবসায়ীদের স্বর্গ এবং শহরের মেয়েদের গণিকা হিসেবে দেখানো হয়েছে বলে উল্লেখ করে স্থানীয় এক মিডিয়া ওয়েবসাইট ব্যবসায়ী আদালতে মামলা ঠুকে দিয়েছেন বলেই খবর৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী