1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘বসনীয় মুসলমানরাই যুদ্ধের জন্য দায়ী’’, বললেন কারাজিচ

২ মার্চ ২০১০

সোমবার দ্য হেগ-এর যুদ্ধাপরাধী ট্রাইবুনালের সামনে তাঁর প্রথম বক্তব্য রাখলেন বসনীয় সার্বদের প্রাক্তন প্রেসিডেন্ট রাদোভান কারাজিচ৷ বললেন যে বসনীয় সার্বরা শুধুমাত্র ইসলামি মৌলবাদীদের বিরুদ্ধে আত্মরক্ষা করেছে৷

https://p.dw.com/p/MHIq
ট্রাইবুনালের সামনে কারাজিচ (ফাইল ফটো)ছবি: AP

ইসলামি মৌলবাদীরা নাকি ইউগোস্লাভিয়া ভেঙে পড়ার সময় বসনিয়াকে তাদের বলে দাবী করেছিল, বলেন কারাজিচ৷ এবং বসনিয়া যুদ্ধের জন্য বিভিন্ন পশ্চিমী রাজনীতিককে দায়ী করেন তিনি, শুধু মার্কিনিদেরই নয়, জার্মান এবং ব্রিটিশ রাজনীতিকদেরও দায়ী করেন কারাজিচ৷ তিনি স্বয়ং নাকি কোনোদিনই মুসলমানদের দেশ থেকে বিতাড়ন করতে চাননি৷ কিন্তু মুসলমানরা প্রাক্তন ইউগোস্লাভিয়ায় শতকরা একশো ভাগ ক্ষমতা দাবী করে৷ কাজেই তাঁর, অর্থাৎ কারাজিচের পক্ষে তা রোধ করা একটি পবিত্র কর্তব্য হয়ে দাঁড়ায়, বলেন কারাজিচ৷ আদালতে তাঁর দোভাষীর ভাষ্যে: ‘‘সে'সময় সার্বদের একমাত্র পরিকল্পনা ছিল মানুষ, সম্পত্তি এবং দেশকে রক্ষা করা৷''

কারাজিচ আগামীতেও আদালতে নিজেই নিজের ওকালতি করবেন৷ আদালতের তরফ থেকে তাঁর যে বাধ্যতামূলক উকীল নিয়োগ করা হয়েছে, কারাজিচ তাঁকে আমল না দিয়ে গতকাল নিজেই নিজের বক্তব্য রেখেছেন৷ অবশ্য সঙ্গে তাঁর নিজস্ব দু'জন উকীলকেও এনেছেন, যা সকলকেই বিস্মিত করেছে৷ গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য অভিযুক্ত কারাজিচ প্রায় দেড় ঘণ্টা ধরে সওয়াল করেন৷ বসনিয়া যুদ্ধে তাঁর নিজের ভূমিকা সম্পর্কে কারাজিচ বলেন, তাঁর দোভাষীর অনুবাদে: ‘‘আমি গুরুত্বপূর্ণ ছিলাম না অথবা গুরুত্বপূর্ণ পদে ছিলাম না, এ-কথা বলে আমি আত্মপক্ষ সমর্থন করতে চাই না৷ আমি অন্য কারোর উপরেও দোষ চাপাতে চাই না৷'' পরিবর্তে - কারাজিচ তাঁর মাতৃভাষায় বলেন - ‘‘আমি আমাদের জাতি এবং তাদের ন্যায্য ও পবিত্র লক্ষ্যকে রক্ষা করব, এবং আত্মপক্ষও সমর্থন করব৷''

অপরদিকে কারাজিচ আদালতের সামনে ভিডিও তথ্য পেশ করেন, যা থেকে নাকি প্রমাণিত হবে যে, মুসলমানরা সাক্ষ্য-প্রমাণ জাল করেছে: যেমন বাদীপক্ষ তাদের পয়লা সওয়ালে যে সব ভিডিও পেশ করেছে, ট্রাকের উপর লাশের পাহাড় ইত্যাদি বীভৎস সে'সব দৃশ্য৷ তবে কারাজিচ স্রেব্রেনিৎসা'র গণহত্যা সম্পর্কে কিছু বলেননি৷ শুধুমাত্র ঐ একটি ঘটনায় ৮,০০০ মুসলমান পুরুষ প্রাণ হারায়৷ এবং কারাজিচ ঐ ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন বলে তাঁর বিরুদ্ধে একটি মূল অভিযোগ৷ তবে সে' ব্যাপারে কারাজিচ মঙ্গলবারেও তাঁর ভাষ্য দেবার সুযোগ পাবেন, কেননা আদালত থেকে তাঁকে তাঁর সওয়ালের জন্য দু'দিন সময় দেওয়া হয়েছে৷

প্রতিবেদক: ইয়ুর্গেন ক্লাইকাম্প

অনুবাদ: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই