1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউড এবং খেলার জগতকে বেছে নিলো ইউটিউব

২৪ ফেব্রুয়ারি ২০১১

ইউটিউব গুগলের মালিকানাধীন ভিডিও শেয়ারিং ওয়েব সাইট৷ ভারতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার এখন তারা বেছে নিয়েছে বলিউড এবং ক্রিকেটকে৷

https://p.dw.com/p/10Oqj

‘দাবাং' – ২০১০ সালে বলিউডের অন্যতম হিট একটি ছবি৷ জনপ্রিয় নায়ক সলমান খান অভিনয় করেছিলেন এতে৷ গত মাসে এই ছবিটি যখন ইউটিউবে দেওয়া হলো, তখন দেখা গেলো এক সপ্তাহের কম সময়ে প্রায় ১০ লক্ষ মানুষ হিট করেছে এতে৷

২০০৮ সালে ইউটিউব যাত্রা শুরু করে ভারতে৷ এখন কেবল ভারতেই রয়েছে ইউটিউবের প্রায় এক কোটি তিয়াত্তর লাখ দর্শক৷ যুক্তরাষ্ট্রের পর ভারতের মানুষই নাকি সবচেয়ে বেশি ইউটিউব ব্যবহার করে থাকে৷

তবে ইউটিউবের দর্শকদের যে শুধু বলিউড নিয়েই আকর্ষণ, তা কিন্তু নয়৷ ক্রিকেটের বিষয়েও তাঁদের আগ্রহের কমতি নেই৷ গত বছর ইউটিউবের মাধ্যমে ভারতের একটি ক্রিকেট টুর্নামেন্ট আড়াইশ'রও বেশি দেশে মানুষ লাইভ দেখানো হয়৷ আর তারপরেই দেখা যায় হিট পাঁচ কোটি ছাড়িয়ে গেছে৷

‘এশিয়া প্যাসিফিক ফর গুগল' এর কন্টেন্ট পার্টনারশিপ এর পরিচালক গৌতম আনন্দ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, খেলার জগতে এবার ইউটিউবের পরিধি আরও বাড়ানোর কথা ভাবছেন তাঁরা৷ আর বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার চলতি বিশ্বকাপের বিশেষ বিশেষ কিছু অংশ ‘ইএসপিএন স্টার' এর মাধ্যমে ইতোমধ্যেই ইউটিউবে প্রচার করা হচ্ছে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন