1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউড অতীতের সাক্ষী বম্বে টকিজ স্টুডিওটি ধুলোয় মিশে যাচ্ছে

১২ মে ২০১১

বলিউডের একসময়কার সেরা স্টুডিও বম্বে টকিজ-এর কথা মনে করে ৭৯ বছর বয়স্ক ইসমাইল মোহাম্মদ গৌরীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল৷ চলচ্চিত্রের ইতিহাসে সেই স্টুডিওর নাম আজ বিলীন হতে চলেছে৷

https://p.dw.com/p/11F4s
এমন বহু দৃশ্যের শ্যুটিং হয়েছে একদা সেই স্টুডিওতেছবি: Studio Babelsberg AG

গৌরীর মনে পড়ে সেউ পুরোনো দিনের কথা৷ যে বাড়িটিতে তিনি বড় হয়েছেন, সেই বাড়িটির বাইরে বড় বড় গাড়ি পার্ক করে রাখার কথা৷ স্টুডিও প্রাঙ্গনের আম গাছগুলোর কথা মনে হয় তাঁর৷ যেখানে তিনি এবং তার বন্ধুরা খেলতেন এবং স্থানীয় রেস্তোরাঁতে বলিউড অভিনেতারা খেতে গেলে তাদের দেখে গৌরী এবং তার বন্ধুদের কেমন শ্রদ্ধা মিশ্রিত ভয়ের অনুভূতি হতো তাও মনে পড়ে তাঁর৷

মুম্বইয়ের উত্তরাঞ্চলীয় শহরতলি মালাদ-এ তার নিজের বাড়ির ঠিক উল্টোদিকে ভেঙে ফেলা স্টুডিওটির ধ্বংসাবশেষের ওপরে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘এখন এই জায়গার দিকে তাকালে মনে হয়, সেইসব দিন আর কখোনোই ফিরে আসবে না৷'' তিনি বলেন, ‘‘আমার বিশ্বাসই হয় না, যে স্টুডিওটি ধুলোই মিশে যাচ্ছে৷ আমার মৃত্যু পরে সেইসব সোনালি দিনের কথা এই এলাকায় আর কেউ মনে করতে পারবে না৷''

দুই বছর পরে ভারতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ১শ বছর পূর্ণ হবে৷ এই শিল্প খাতটির এখন বছরে আয় ১.৮৫ বিলিয়ন ইউরো৷ হিন্দু পৌরাণিক কাহিনী অবলম্বনে তৈরি প্রথম নির্বাক চলচ্চিত্র ‘রাজা হারিশচন্দ্র'মুক্তি পেয়েছিল ১৯১৩ সালে৷ পরে ঐ চলচ্চিত্র তৈরির গল্প নিয়ে তৈরি হয় ‘হরিশচন্দ্রচি ফ্যাক্টরি'৷ আর এই ছবিই ২০১০ সালে সেরা বিদেশি ভাষার অস্কার পুরস্কারের জন্য প্রতিযোগী ছিল৷ ‘রাজা হারিশচন্দ্র' তৈরির গল্পে বলিউড শিল্পের অগ্রগতিতে বোম্বে টকিজ এবং অন্যান্য উল্লেখযোগ্য স্থানগুলোর কথা সম্পূর্ণভাবে উপেক্ষিত হওয়ার ঘটনাটি গৌরীর মত আরো অনেককেই ক্ষুন্ন করেছে৷

দ্য বম্বে টকিজ লিমিটেড হিন্দি ভাষার চলচ্চিত্র স্টুডিওর প্রথম সংস্থা৷ দিলীপ কুমার, অশোক কুমার, দেবানন্দ, রাজ কাপুর এবং দেবিকা রানির মত বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের ক্যারিয়ার তৈরি করে দিতে সহায়তা করেছে ঐ স্টুডিও৷ ঐ স্টুডিওতে বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকার ও কিশোর কুমারেরও নিয়মিত যাতায়াত ছিল৷

১৯৩৪ সালে তৈরি করা স্টুডিওটির কর্মী সংখ্যা ছিল পাঁচ হাজার৷ এটিকে এশিয়ার সর্ববৃহৎ চলচ্চিত্র প্রযোজনা স্টুডিও বলে মনে করা হতো৷ ১৯৪০-এর দশকে সেখানে স্টেট-অফ-দ্য-আর্ট টেকনিক ব্যবহার করা হয়৷ যৌথ প্রতিষ্ঠাতা দেবিকা রানির স্বামী হিমাংশু রায়-এর মৃত্যু এবং তার ব্যবসার অংশীদারের মতপার্থক্যের কারণে পরে স্টুডিওটির মান নামতে থাকে এবং দ্রুত লোকসান দিতে থাকে৷ পরে স্টুডিওটি বিক্রি হয়ে যায়৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক