1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউডের নতুন ফিল্ম ‘লাভ, সেক্স অর ধোকা’

১৯ মার্চ ২০১০

শুক্রবার বলিউডে মুক্তি পেল নতুন ফিল্ম ‘লাভ, সেক্স অর ধোকা’৷ ফিল্মটিতে গোপন ক্যামেরায় ধারণ করা যৌনকর্মের কিছু দৃশ্য রয়েছে৷ এর মাধ্যমে ভারতের উত্তরাঞ্চলের ছোট্ট একটি শহরের যৌন পরিস্থিতি তুলে ধরা হয়েছে৷

https://p.dw.com/p/MWVi
প্রায় দেড় লক্ষ জন ইউটিউবে ফিল্মটির ট্রেলার দেখেছে

তবে ফিল্মটির পরিচালক দিবাকর ব্যানার্জী বলেছেন, যদি কেউ মনে করে ফিল্মটি শুধুই যৌনতা নিয়ে করা তাহলে সে হতাশ হবে৷ কারণ মোবাইল ফোন, নিরাপত্তা ক্যামেরা ও অন্যান্য নতুন নতুন প্রযুক্তির আবির্ভাবে আধুনিক ভারত থেকে যে ধীরে ধীরে গোপনীয়তা নামক জিনিসটি হারিয়ে যাচ্ছে ফিল্মটিতে মূলত সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক৷

ইতিমধ্যে প্রায় দেড় লক্ষ জন ইউটিউবে ফিল্মটির ট্রেলার দেখেছে এবং ফেসবুকে ফিল্মটির ভক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজারেরও বেশি৷ পরিচালক দিবাকর ব্যানার্জী ফিল্মটির এই জনপ্রিয়তায় আনন্দ প্রকাশ করেছেন৷

আঠারো বছরের কম বয়সিরা সামনে যেন ফিল্মটি প্রদর্শিত করা না হয় সেজন্য ফিল্মটিকে এ ক্যাটাগরীতে ফেলে মুক্তি দেয়া হয়েছে৷

ফিল্ম বোদ্ধারা ১৯৮৯ সালে মুক্তি পাওয়া মার্কিন পরিচালক স্টিভেন সদারবার্গের অস্কার মনোনীত ছবি ‘সেক্স, লাইস এন্ড ভিডিওটেপ'-এর সঙ্গে এই ফিল্মটির তুলনা করেছে৷ তবে গতানুগতিক ধারণার বাইরে এসে নতুন চিন্তাভাবনায় ছবিটির তৈরি করার কারণে ফিল্মটি ইতিমধ্যে চিত্র পরিচালকদের প্রশংসা অর্জন করেছে৷

শীর্ষস্থানীয় ফিল্ম সমালোচক তরন আদর্শ বলছেন ভারতীয় সিনেমায় একটি নতুন ধারা তৈরি করতে পারে ফিল্মটি৷

প্রতিবেদক: জাহিদুল হক

সম্পাদনা: সাগর সরওয়ার