1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্যা পরিস্থিতি সঙ্গীন হয়ে উঠছে অস্ট্রেলিয়ায়

১২ জানুয়ারি ২০১১

হাজার হাজার মানুষ অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম শহর ব্রিসবন থেকে ভয়ে পালিয়ে যাচ্ছেন৷ বন্যার পানি দুই মিটার উঁচু ঢেউ হয়ে ধেয়ে আসছে পূর্ব দিকে৷ এক রাতেই মারা গেছেন অন্তত দশ জন৷

https://p.dw.com/p/zwSl
বর্ষণ, দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ড, বন্যা , অস্ট্রেলিয়া, যানবাহন, প্লাবন, তলিয়ে, নিখোঁজ, মৃত্যু, Australia, Flood, Water, Torrential, Death, Inundated, Large Area, Sydney
অস্ট্রেলিয়ার প্লাবিত জনপদছবি: AP

গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা আঘাত হেনেছে অস্ট্রেলিয়ায়৷ সোমবার রাতের ভারি বর্ষণ দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডের বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে৷ ভাসিয়ে নিয়ে গেছে পশ্চিম ব্রিসবনের টোওম্বা শহরের রাস্তা-ঘাট ও যানবাহন৷ পুলিশ জানিয়েছে, ৪০ জনেরও বেশি মানুষকে বাড়ির ছাদ থেকে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে৷ কিন্তু ৭৮ জন মানুষ মঙ্গলবার পর্যন্ত নিখোঁজ রয়েছেন৷ গত দু'সপ্তাহে এহেন বন্যার কারণে কুইন্সল্যান্ডে মারা গেছেন ১৩ জন৷ কিন্তু পুলিশ বলছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷ সেন্ট্রাল ব্রিসবনের কিছু লোকজন খাদ্যদ্রব্য মজুদ করে রাখছে৷ এই শহর এবং আশপাশের শহরের বেশিরভাগ লোকজন বাড়িঘর ছেড়ে পালাচ্ছে৷ ভিড় বাড়ছে আশ্রয়কেন্দ্রগুলোতে৷

ব্রিসবনের মেয়র ক্যাম্বেল নিউম্যান বলেছেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে সাড়ে ছয় হাজার বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং জমি পানিতে তলিয়ে যেতে পারে৷ বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটছে জানিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘আশঙ্কা করা হচ্ছে, আগামীকাল পরিস্থিতি আরও খারাপ হবে৷ এবং বৃহস্পতিবারের মধ্যে জনজীবন আরও বিপর্যস্ত হয়ে উঠতে যাচ্ছে৷ এর প্রভাব পড়তে যাচ্ছে ব্যবসা-বাণিজ্যেও৷''

এরইমধ্যে বিশাল এলাকা বন্যায় প্লাবিত হয়েছে৷ ফ্রান্স ও জার্মানি মিলে যতো আয়তন, অস্ট্রেলিয়ায় তার চেয়েও বেশি জায়গা এখন পানির নীচে৷ বন্যার কারণে ইতোমধ্যে ক্ষতি হয়েছে ছয় বিলিয়ন ডলার৷ ব্যবসা-বাণিজ্য ছাড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন শিল্প এবং কৃষি৷ কুইন্সল্যান্ডের কয়লা খনিগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে৷ স্বাভাবিকভাবেই, এ বছর অস্ট্রেলিয়ার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এই বন্যা৷ এছাড়া, খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতিরও আশঙ্কা করা হচ্ছে৷ অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ফেব্রুয়ারি থেকে মে মাসে সুদের হার বাড়ানোর যে পরিকল্পনা করছিল, সেটা সম্ভবত আরো বিলম্বিত হবে এই বন্যার কারণে৷ প্রসঙ্গত, গত তিন সপ্তাহের মধ্যে অস্ট্রেলিয়ার ডলারের মান মঙ্গলবার সবচেয়ে নীচে নেমে গেছে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য