1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্ধুর সঙ্গে বেতারে ‘চ্যাট’, খুশি তরুণ প্রজন্ম

১০ সেপ্টেম্বর ২০১০

সামাজিক সচেতনতা বাড়াতে বেতার বহুকাল আগে থেকেই বিশেষ ভূমিকা পালন করে আসছে৷ নেপালে অল্পবয়সী ছেলেমেয়েদেরকে বিভিন্ন বিষয়ে সচেতন করে তুলতে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এক সফল বেতার অনুষ্ঠানকে৷

https://p.dw.com/p/P9BV
অল্পবয়সী ছেলেমেয়েদের জন্য বিশেষ রেডিও অনুষ্ঠানছবি: RIA Novosti

‘সাথী সঙ্গ মানকা কুরা'

নেপালের জাতীয় বেতারে একটি অনুষ্ঠান প্রচার করা হচ্ছে৷ নেপালী ভাষায় যার নাম ‘সাথী সঙ্গ মানকা কুরা' অর্থাৎ ‘চ্যাটিং উইথ মাই বেস্ট ফ্রেন্ডস৷' আমরা জানি যে, অল্পবয়সী ছেলে মেয়েদের স্বাভাবিকভাবেই অনেক ব্যাপারে কৌতূহল থাকে৷ কিন্তু হিন্দুপ্রধান রক্ষনশীল দেশ নেপালের কিশোর-কিশোরীরা সেসব বিষয় নিয়ে কারও সঙ্গে কথা বলতে পারেনা৷ নতুন এই বেতার অনুষ্ঠানের মাধ্যমে অল্পবয়সী ছেলে-মেয়েরা প্রেম, মাদকদ্রব্য ও এইচআইভি এইডস এর মতো বিষয়গুলি সম্পর্কে সঠিক ধারণা পাচ্ছে৷

সহযোগিতায় ইউনিসেফ

জাতিসংঘে শিশুদের এজেন্সি- ইউনিসেফ এর একটি প্রকল্পের অর্থায়নে আজ থেকে নয় বছর আগে বেতারের মাধ্যমে নেপালের কিশোর-কিশোরীদের এইচআইভি এইডস সম্পর্কে সচেতন করে তোলার চেষ্টা শুরু হয়েছিল৷ তখন থেকেই দেশটির জাতীয় বেতারে নাটক এবং গানের আধঘন্টা অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়েছিলো, যার ধারাবাহিকতায় আজকের এই জনপ্রিয় অনুষ্ঠান৷

রেকর্ডিং স্টুডিওতে

চলুন যাওয়া যাক, কাঠমান্ডুর রেকর্ডিং স্টুডিওতে৷ সেখানে তরুণ দু'জন উপস্খাপক মাইক্রোফোনের সামনে পরবর্তী পর্বের জন্য রেকর্ড করছে৷ অন্যপাশে চিঠির পাহাড় সামনে নিয়ে বসে আছে অল্পবয়সী কয়েকজন ছেলেমেয়ে৷ প্রতি মাসে এভাবে দেড় থেকে দু'হাজার চিঠি আসে এখানে৷ সম্প্রতি মোবাইল ফোনেও টেক্সট ম্যাসেজ পাঠাচ্ছে অনেকে৷ সেখান থেকে বেছে নেওয়া হচ্ছে অনুষ্ঠানের চিঠি৷ চিঠিগুলি আসছে তাদের বয়সী অন্য ছেলেমেয়েদের কাছ থেকে৷ অনুষ্ঠানে এসব চিঠির এমনভাবে জবাব দেওয়া হয় যেন এক বন্ধু তার আরেক বন্ধুর সঙ্গে কথা বলছে৷ প্রজনন,স্বাস্থ্য, পড়াশোনা, পেশা, পারিবারিক সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে চলছে আলোচনা ৷ প্রায় ৬০ লাখ শ্রোতা সপ্তাহে একদিন এই অনুষ্ঠান শুনছে৷ এরইমধ্যে ‘সাথী সঙ্গ মানকা কুরা' অনুষ্ঠানটি বেশ কয়েকটি আর্ন্তজাতিক পুরস্কারেও ভূষিত হয়েছে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়