বন্ধুদের সবাইকে ঈদের শুভেচ্ছা | পাঠক ভাবনা | DW | 16.11.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বন্ধুদের সবাইকে ঈদের শুভেচ্ছা

ঈদ উপলক্ষে সবার মনে এখন আনন্দের জোয়ার৷ শহরমুখী মানুষগুলো এই ঈদ উৎসবকে কেন্দ্র করে ..

..নাড়ীর টানে ফিরে যাচ্ছেন গ্রামের বাড়িতে আত্নীয় স্বজনদের সাথে একত্রিত হবেন বলে৷ আমরাও আজ ফিরে যাবো আমাদের সেই চির সবুজ শ্যামল গ্রামে৷ ঈদের ছুটিতে আমরা গ্রামের বাড়িতে থাকলেও নিয়মিত সংযুক্ত থাকব ডয়চে ভেলের ওয়েবসাইটের সাথে৷ শুধু তাই নয় চেষ্টা করবো ডয়চে ভেলের মিডিয়াম ওয়েভের সাথেও সংযুক্ত থাকতে৷আশা করছি ঈদ উপলক্ষ্যে ডয়চে ভেলের ওয়েবসাইটে অনেক মজার মজার আয়োজন থাকবে আর আমরা সেগুলি সম্পর্কে আমাদের মতামত জানাতে চেষ্টা করব! ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ডয়চে ভেলের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস এবং বাংলা বিভাগের সকল কর্মী ছাড়াও ডয়চে ভেলের সকল শ্রোতা,ওয়েবসাইটের পাঠক, ভিজিটরএবংওয়েবসাইটের আপনাদের মতামত বিভাগে যারা নিয়মিত লিখছেন তাদের সকলকে আমাদের ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশনএবং সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি৷ আপনারা যারা যেখানে যে অবস্থায় থাকেন না কেন সেখানে সবাই এই ঈদ উৎসবের আনন্দ ভালোভাবে উপভোগ করবেন এ প্রত্যাশা আমাদের সকলের৷ ঈদের দিন আপনাদের সকলকে কোরমা পোলাও খাওয়ার নিমন্ত্রণ রইল৷ ঈদ আপনাদের আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ৷ এই ঈদে আপনাদের জন্য উৎসর্গ করলাম একটি কবিতা৷

ঈদ মানে হাসি খুশি

সূর্যের মুখ,

ঈদ মানে আলো আলো

রাশি রাশি সুখ৷৷

 ঈদ ঈদ প্রতিদিন

থাকতো যদি ভাই,

খুশির জোয়ার বইয়ে যেত

যাহার সীমা নাই৷৷

 ঈদ মানে স্বপ্নিল

রঙিন ঘুড়ি,

উড়ো উড়ো পাখিদের

মুক্তির পুরী৷৷

 ঈদ মানে ছুটি ছুটি

কোটি কোটি হাসি,

স্বর্গীয় সুর ধারা

মোহনীয় বাঁশি৷৷

 দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, শহিদুল কায়সার লিমন, আনোয়ারা বেগম, তাছলিমা বেগম, শাহাদাত হোসেন, মুছলিমা বেগম, আব্দুর রাজ্জাক, জোবেদা রিনা,উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, আয়েশা বেগম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন,বাড়ি৩৩৬, সেকশন-৭, রোড-২, মিরপুর, ঢাকা৷ সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা৷ ঈদের দিনটি সবার জন্য আনন্দময় হয়ে উঠুক৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ, আমলা, মিরপুর, কুষ্টিয়া,বাংলাদেশ৷

ডয়চে ভেলের সকল বন্ধুকে ঈদুল আযহার শুভেচছা রইল৷ নিউ এফএম রেডিও ক্লাব, মোঃ ফিরোজ আহমেদ, গাইহানা,কুসুমবা, মানদা, নওঁগা, বাংলাদেশ৷

ঈদুল আযহা উপলক্ষ্যে আমাদের ক্লাবের পক্ষ থেকে ডয়চে ভেলে পরিবারের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা৷ আবু সাঈদ, অন-লাইন ডি-এক্স ক্লাব, রাঁয়াপুর,অর্জন পাড়া, বাগমারা, রাজশাহী, বাংলাদেশ৷

ঈদের শুভেচ্ছা রইলো৷ জার্মানির বন শহরে ঈদ কেমন পালিত হচ্ছে আশাকরি জানাবেন৷ মোঃ নাজমুল শাহ,গাইবান্ধা, বাংলাদেশ৷

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ঈদ মোবারক!!! ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ৷ প্রতিবারের মত এবারের ঈদেও আপনাদের প্রত্যেকের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও অফুরন্ত আনন্দ৷ সেই সঙ্গে ডয়চে ভেলের সকল শ্রোতা বন্ধুকেও জানাই-পবিত্র ঈদুল আযহার উষ্ণ শুভেচ্ছা৷ ডয়চে ভেলে পরিবারের সকল কলা কুশলীকে শ্রোতাবন্ধুদের আমাদের ক্লাবের পক্ষ থেকে জানাই সদ্য প্রস্ফুটিত রক্তিম গোলাপের স্নিগ্ধ শুভেচ্ছা৷ আপনারা সব্বাই ভাল থাকুন, সুখে থাকুন এবং অত্যন্ত আনন্দের সাথে ঈদ উত্সব পালন করুন৷ শুভেচ্ছান্তে, ডয়চে ভেলের অতি পুরনো শ্রোতাবন্ধু মোখলেসুর রহমান, কুষ্টিয়া, বাংলাদেশ৷

ত্যাগ ও মহিমার আদর্শের শিক্ষা আমরা সবাই গ্রহণ করি৷ সবার কল্যাণময় জীবন কামনা করি৷ ‘ঈদ মোবারক’ শেখ জিয়াউর রহমান ,খড়িতলা কালিগঞ্জ, সাতক্ষীরা, বাংলাদেশ৷

ডয়েচে ভেলের সকল উপস্থাপক, উপস্থাপিকা , সকল কলাকুশলী এবং সারা দুনিয়ার ভক্ত ডয়েচে ভেলের সকল পরিবারকে ঈদ উল আযহার শুভেচ্ছা৷ ‘ঈদ মোবারক ’ ঈদ বয়ে আনুক সকলের খুশি ও আনন্দময় জীবন৷ সবাইকে এসএমএস- এর মাধ্যমে ঈদের দাওয়াত দিলাম৷ আসবেন কিন্তু! মোঃসিরাজুল ইসলাম, ডে-নাইট ডয়চে ভেলে বেতার শোতা সংঘ, কাশীপুর মনিরের ভিটা,ফুলবাড়ি,কুড়িগ্রাম, বাংলাদেশ৷

ঈদ শুধু উপভোগ করার জন্য করা নয় - ঈদ মানে সুখ দুঃখ, আনন্দ, ভালোবাসা সবকিছু ভাগাভাগি করে নেওয়া৷‘ ঈদ মোবারক’ সালাউদ্দিন ডলার, রাজশাহী, বাংলাদেশ৷

ডয়চে ভেলের সবাইকে ঈদের শুভেচ্ছা - হাসান সিদ্দিকী ও পারভীন আক্তার, ঝিনাইদহ, বাংলাদেশ৷

ঈদ-উল-আযহা উপলক্ষে ডয়চে ভেলে পরিবারকে আরো শুভেচ্ছা জানিয়েছেন, রংপুর থেকে মিজান তালুকদার৷

ডোমকল, ভারত থেকে সিরাজুল ইসলাম৷ জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ থেকে তপন কুমার , চৈতালী ব্যানার্জী৷ ডা.সিদ্ধার্থ সরকার ও চৈতালী সরকার৷ বর্ধমান থেকে মোঃ হাফিজুর রহমান৷ দক্ষিণ দিনাজপুর থেকে বিধান সান্যাল৷

রাজশাহী থেকে তারিক হাসান৷ দিদারুল আলম সিকদার, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম থেকে৷

ফাতেমা, সীতাকুন্ডু, চট্টগ্রাম৷ মোস্তাফিজুর রহমান, রংপুর৷ সাইফুল ইসলাম, বগুড়া৷ মোঃ খালিদ হাসান, রূপসা, খুলনা৷

জলিরপাড়, গোপালগঞ্জ থেকে মাইকেল হালদার, বিধান চন্দ্র টিকাদার৷