1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঙ্গবন্ধুর দুই খুনিকে ফেরত পাঠাতে ভারতের কাছে অনুরোধ

২১ জানুয়ারি ২০১১

বঙ্গবন্ধুর দুই খুনিকে ফেরত পাঠাতে ভারতের কাছে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন৷ ভারতের স্বরাষ্ট্র সচিব জিকে পিল্লাই বাংলাদেশিদের হত্যার জন্য দায়ী বিএসএফ সদস্যদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার কথা বলেছেন৷

https://p.dw.com/p/100J6
সীমান্তে হত্যা বন্ধের প্রতিশ্রুতিছবি: DW

বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ঝুলে থাকা অমীমাংসিত সমস্যা সমাধানের লক্ষ্যেই ঢাকা সফরে আসেন ভারতের স্বরাষ্ট্র সচিব৷ বৃহস্পতিবার তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সহারা খাতুনের সঙ্গে দেখা করতে গেলে মন্ত্রী ফেলানী হত্যার নিন্দা জানিয়ে সীমান্তে নির্বিচারে সব হত্যা বন্ধের আহ্ববান জানান৷ এসময় তিনি ভারতে পলাতক বঙ্গবন্ধুর দুই খুনী ক্যাপ্টেন মাজেদ এবং রিসালদার মুসলেহউদ্দিনকে গ্রেফতারে সহয়াতা চান৷

এদিকে ঢাকায় অনুষ্ঠিত স্বরারাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ভারতের স্বরাষ্ট্র সচিব জিকে পিল্লাই জানান, যাবতীয় তথ্য সরবরাহ করলে বঙ্গবন্ধুর খুনীদর ধরিয়ে দিতে সবরকম সহায়তা দেবে ভারত৷ তিনি সীমান্তে ফেলানী হত্যাকান্ডের জন্য আনুষ্ঠানিক দু:খ প্রকাশ করে বলেন.তদন্ত করে দায়ী বিএসএফ সদস্যদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে৷

বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার জানান, দু'দেশের মধ্যে বিদ্যমান ছিটমহল সমস্যা, অমীমাংসিত সীমানা নির্ধারণ, সন্ত্রাস-জঙ্গী দমনসহ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা একমত হয়েছেন৷

তিন বিঘা করিডোর শিগগিরই বাংলাদেশীদের জন্য ২৪ ঘন্টা খোলা রাখা হবে বলে ভারতের পক্ষে জানান হয়৷ এছাড়া শুক্রবার থেকে বাংলাবান্ধার ওপারে ভারতের ফুলবাড়িয়া ইমিগ্রেশন চালু হয়েছে৷ শিগগিরই ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফর করবেন বলে জানান ভারতীয় স্বরাষ্ট্র সচিব৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী