1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বক্স অফিসে আয়ের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে ‘এলিস’

২৪ মার্চ ২০১০

টিম বার্টনের ছবি ‘এলিস ইন ওয়ান্ডারল্যান্ড’ বক্স অফিসে তার আধিপত্য বহাল রেখেছে৷ সপ্তাহান্তে ৩৪.৫ মিলিয়ন ডলার আয় করে এই ছবি৷ সাফল্যের দিক থেকে তা ছিল এক নম্বরে৷

https://p.dw.com/p/Mabk
‘এলিস’ চরিত্রে মিয়া ভাসিকভস্কাছবি: Disney

রবিবার লস অ্যাঞ্জেলেস-এ এই তথ্য প্রকাশ করা হয়৷ শিশুদের জন্য লেখা লুইস ক্যারলের ক্লাসিক গ্রন্থ অবলম্বনে নির্মিত হয়েছে এই থ্রি-ডি ছবি৷ অভিনয় করেছেন ‘পাইরেটস অব ক্যারিবিয়ান সি'এর খ্যাতনামা হলিউড তারকা জনি ডেপ এবং অভিনেত্রী মিয়া ভাসিকভস্কা৷ এই ছবিটি মুক্তি পাবার পর থেকে ২৬৫.৭ মিলিয়ন ডলার আয় করেছে৷

জেফ কিনীর কার্টুন উপন্যাসের উপর ভিত্তি করে টুয়েন্টিথ সেঞ্চুরী ফক্স নির্মিত ছবি ‘ডাইরি অফ এ উইম্পি কীড' বক্স অফিসে আয়ের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসে৷ এই ছবিটির আয় দাঁড়ায় ২১.৮ মিলিয়ন ডলার৷

জেনিফার অ্যানিস্টন এবং জেরার্ড বাটলার অভিনিত কমেডি ছবি ‘বাউন্টি হান্টার' এবং সায়েন্স ফিকশন ছবি ‘রিপো মেন' মুক্তির প্রথম সপ্তাহেই ২১ মিলিয়ন এবং ৬.১ মিলিয়ন ডলার আয় করেছে৷ এই দুটি ছবি যথাক্রমে রয়েছে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে৷

Flash-Galerie Alice im Wunderland 3-D
থ্রি-ডি ছবি ‘এলিস ইন ওয়ান্ডারল্যান্ড’ছবি: Disney Enterprises, Inc.

ছয় মিলিয়ন ডলার আয় করে পঞ্চম অবস্থানে রয়েছে ‘সি ইজ আউট অব মাই লীগ'৷ ইরাক যুদ্ধের ওপর ভিত্তি করে নির্মিত ছবি ‘গ্রীন জোন' ৫.৯ মিলিয়ন ডলার আয় করেছে৷ দ্বিতীয় অবস্থান থেকে নেমে এই ছবি ষষ্ঠ অবস্থানে এসেছে৷

মার্টিন স্করসেসির ‘শাটার আইল্যান্ড' ৪.৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করে রয়েছে সপ্তম স্থানে৷ জেমস ক্যামেরনের বক্স অফিস হিট ছবি ‘অবতার' এর আগের আয়ের সাথে যোগ হয়েছে আরও ৪ মিলিয়ন ডলার৷ মুক্তির পর ১৪ তম সপ্তাহে বর্তমানে এর অবস্থান অষ্টম৷

নবম স্থানের রোমান্টিক কমেডি ধর্মী ছবি ‘আওয়ার ফেমিলি ওয়েডিং' ৩.৮ মিলিয়ন ডলার অর্থ এনেছে৷ আর ১.৫ মিলিয়ন ডলার আয় করে দশম স্থানে রয়েছে রোমান্টিক ধর্মী ছবি ‘রিমেমবার মি'৷

প্রতিবেদক : আসফারা হক

সম্পাদনা : আব্দুল্লাহ-আল ফারূক