1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বকেয়া বেতন আদায়

Sanjiv Burman১০ নভেম্বর ২০১৩

মেসি, রোনাল্ডো, বেল – এমন সব ফুটবল তারকাদের মূল্য কোটি কোটি ডলার৷ নামি ক্লাবগুলি এই অর্থের বিনিময়ে তাদের সঙ্গে চুক্তি করে থাকে৷ কিন্তু সব ফুটবল খেলোয়াড়দের সেই সৌভাগ্য হয় না৷ এমনকি প্রতিশ্রুতি অনুযায়ী বেতনও পান না অনেকে৷

https://p.dw.com/p/1AEZd
ছবি: picture-alliance/dpa

ফুটবলারদের আন্তর্জাতিক ইউনিয়ন ‘ফিফপ্রো' বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে৷ তাদের সূত্র অনুযায়ী, খেলোয়াড়দের প্রাপ্য অর্থ না দেয়া ফুটবল জগতে এটা একটা বড় সমস্যা৷ ‘এক্সপার্ট' নামের বিশেষজ্ঞদের এক দল ফুটবল খেলোয়াড়দের বর্তমান ট্রান্সফার সিস্টেমে রদবদল আনতে চায়৷ এই মর্মে যে সব প্রস্তাব জমা পড়েছে, সেগুলি বিবেচনা করছেন দলের সদস্যরা৷

আন্তর্জাতিক ফুটবল সংগঠন ফিফা সম্প্রতি ফুটবলারদের প্রাপ্য অর্থ নিয়ে বিরোধ মেটাতে তাদের নিজস্ব ‘আর্বিট্রেশন কমিটি'-র কার্যক্ষমতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে ‘ফিফপ্রো'৷ কিন্তু তাদের মতে, সেই সব বিরোধ মেটাতে দীর্ঘ সময় লাগে৷ ন্যায্য বেতন পেতে খেলোয়াড়দের পক্ষে এতদিন অপেক্ষা করা কঠিন হয়৷

গোটা বিশ্বেই এমন সমস্যা দেখা গেলেও কয়েকটি দেশকে বিশেষভাবে চিহ্নিত করেছে ফুটবলারদের ট্রেড ইউনিয়ন৷ সাইপ্রাস, গ্রিস ও তুরস্কের পরিস্থিতি সম্পর্কে খেলোয়াড়দের বিশেষভাবে সতর্ক করে দেয়া হয়েছে৷ বলা হয়েছে, এই সব দেশের ক্লাবগুলির সঙ্গে চুক্তিবদ্ধ হলে বেতন না পাওয়ার ঝুঁকি খুবই বেশি৷ পূর্ব ইউরোপের পরিস্থিতিও ভালো নয়৷ গত বছর ‘ফিফপ্রো' একটি কালো তালিকা প্রকাশ করেছিল, যাতে এই সব দেশে ফুটবলারদের বকেয়া বেতনের ঘটনা নথিভুক্ত করা হয়েছিল৷

বর্তমানে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলাপ-আলোচনার পর ডিসেম্বর মাসে একটি প্রস্তাবমালা চূড়ান্ত করবে ‘ফিফপ্রো'৷ তারপর সেটি আনুষ্ঠানিকভাবে ফিফা-র হাতে তুলে দেয়া হবে৷ ফুটবলারদের বেতন নিশ্চিত করতে ফিফা-র কর্মকর্তারা কতটা উদ্যোগী হন, তা দেখার জন্য অপেক্ষা করছে ফুটবল জগত৷

এসবি/ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য