1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রিডা পিন্টো’কে সঙ্গে নিয়ে ত্রিমাত্রিক ছবিতে ০০৭

১২ মে ২০১০

‘মাই নেম ইজ বন্ড, জেমস বন্ড’ - পরিচয় দেওয়ার এই অসাধারণ ধরন দেখেই নিশ্চয় বুঝতে পারছেন কার কথা বলছি৷ হ্যাঁ, কিংবদন্তী ব্রিটিশ গোয়েন্দা ০০৭৷ খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ত্রিমাত্রিক ছবিতে৷ সঙ্গী এক ভারতীয় ললনা৷

https://p.dw.com/p/NM19
স্লামডগ মিলিয়নেয়ার ছবিতে অভিনয় করে নাম করেন অভিনেত্রী ফ্রিডা পিন্টোছবি: ap

বিশ্ব সাহিত্যে ব্রিটিশদের দাপট বরাবরই ব্যাপক৷ সিরিয়াস নভেলের পাশাপাশি থ্রিলার দিয়েও বিশ্বকে শাসন করে এসেছে তারা যুগযুগ ধরে৷ আর এই শাখায় ব্রিটিশদের দাপট এতোটাই যে, বর্তমান সময়ের কাউকে যদি তিনটে কিংবদন্তী চরিত্রের নাম বলতে বলা হয় – তাহলে সবাই সম্ভবত দেবে একটাই তালিকা৷ শার্লক হোমস, ড্রাকুলা এবং জেমস বন্ড৷

তাই ব্রিটেনের অন্যতম গোয়েন্দা সংস্থা এম১৬-এর এজেন্ট ‘জেমস বন্ড'-কে নিয়ে বা বন্ডের নতুন ছবি নিয়ে যে কোন খবরই হয়ে ওঠে মুখরোচক, একরকম নিমেষেই৷ সম্প্রতি জানা গেল, ০০৭-এর পরবর্তী সিরিজের ছবি নিয়ে বর্তমানে নাকি খুবই উত্তেজিত পরিচালক স্যাম মেন্ডেস৷ তিনি জানান, ড্যানিয়েল ক্রেগ অভিনীত সিরিজের পরবর্তী ছবিটি হবে ত্রিমাত্রিক৷ আর সে জন্যই সিরিজের ২৩তম ছবিটি নির্মাণের কাজে এতো দেরি হচ্ছে৷ ছবির কাজ ইতিমধ্যেই কয়েক মাস পিছিয়ে দেওয়া হয়েছে৷ তবে নতুন ধাঁচের এই নির্মাণকাজে রয়েছে ভিন্ন স্বাদ৷ রয়েছে নতুন রোমাঞ্চ৷

James Bond 007: Ein Quantum Trost Kinostart
ড্যানিয়েল ক্রেগ অভিনীত সিরিজের পরবর্তী ছবিটি হবে ত্রিমাত্রিকছবি: AP

আর তাছাড়া, বন্ড সিরিজের এই নতুন ছবিতে ড্যানিয়েল ক্রেগের বিপরীতে দেখা যাবে অস্কার বিজয়ী ছবি ‘স্লামডগ মিলিয়নেয়ার'-এর ভারতীয় অভিনেত্রী ফ্রিডা পিন্টোকে৷ তিনিই নাকি হতে চলেছেন পরবর্তী ‘বন্ড গার্ল'৷ শোনা যাচ্ছে, ইতিমধ্যেই ফ্রিডার সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন মেন্ডেস৷ এছাড়া, ছবিটিতে দ্বিতীয় বন্ড গার্ল হিসেবে আছেন মার্কিন অভিনেত্রী অলিভিয়া ওয়াইল্ড৷ অবশ্য বন্ডের এই নতুন ছবি নিয়ে এতো কিছু বলা হলেও, ছবিটির নাম এখনো ঠিক করা হয়নি৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: সঞ্জীব বর্মন