1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্সে বাবা খুন করেছে ৪ সন্তান সহ স্ত্রীকে

২২ এপ্রিল ২০১১

ফ্রান্সের উত্তরপশ্চিমের শহর নঁৎ৷ সেখানকার একটি বাড়িতে ছয়জনের এক পরিবার বাস করতো৷ কিন্তু এ মাসের শুরু থেকে তাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না৷

https://p.dw.com/p/112bu
ফ্রান্সের নঁৎ শহরছবি: flickr/oletourn

অবশেষে বৃহস্পতিবার ঐ বাড়ি থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়৷ ধারণা করা হচ্ছে, এগুলো মা ও তার চার সন্তানের মৃতদেহ৷ ময়নাতদন্তের পরই অবশ্য এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে৷

এদিকে পাঁচটি লাশ উদ্ধারের পর পুলিশ ঐ সন্তানদের বাবা ৫০ বছর বয়সী জাভিয়ার দুপঁ দ্য লিগোনে'র খোঁজ শুরু করেছে৷ এক পর্যায়ে তাঁর ব্যাংক কার্ড পরীক্ষা করে দেখা গেছে, মাত্র সপ্তাহখানেক আগে তিনি নঁৎ থেকে প্রায় ৭৭০ কিলোমিটার দক্ষিণের শহর রিভিয়েরা'র একটি হোটেলে কার্ডটি ব্যবহার করেছেন৷ পরে ঐ হোটেলে গিয়ে লিগোনে'র গাড়ি উদ্ধার করা হয়৷

নিখোঁজ হওয়ার আগে লিগোনে তাঁর বন্ধুদের কাছে বলেছিলেন যে, তিনি একজন গোয়েন্দা এজেন্ট৷ এবং কয়েকদিনের জন্য ‘সাক্ষী সুরক্ষা কর্মসূচি'তে অংশ নিতে বাইরে যাচ্ছেন৷

এদিকে লিগোনে পরিবার সম্পর্কে প্রতিবেশীরা বলেছেন, তারা সাধারণ একটি মধ্যবিত্ত পরিবার ছিল৷ এবং কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের ইতিহাস তাদের নেই৷

এছাড়া সন্তানরা যেখানে লেখাপড়া করতো সেই স্কুলের প্রধান শিক্ষক বলছেন, পুরো পরিবার অস্ট্রেলিয়ায় অভিবাসী হবে এই কারণ দেখিয়ে সপ্তাহ তিনেক আগে সন্তানদের নাম কাটাতে তাঁকে একটি চিঠি দেয়া হয়েছিল৷

পুলিশের ধারণা গুলি করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে৷

উল্লেখ্য, সন্তানদের মধ্যে ছিল তিনজন ছেলে, যাদের বয়স ছিল ২০, ১৮ ও ১৩৷ এবং একজন মেয়ে যার বয়স ছিল ১৬৷ আর স্ত্রীর বয়স ছিল ৪৯, যিনি শিক্ষক ছিলেন এবং স্থানীয় গির্জায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী