1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফোর্বসের তালিকায় ভারত, চীনের সমান উপস্থিতি

২৭ সেপ্টেম্বর ২০১০

অর্থনৈতিক শক্তি বিবেচনায় কে কার চেয়ে বড়, ভারত না চীন? বিষয়টি আলোচনার বটে৷ কিন্তু ফোর্বস ম্যাগাজিনের সাম্প্রতিক এক তালিকায় দেখা যাচ্ছে দেশ দুটি সমানে সমান৷

https://p.dw.com/p/PNDX
Beijing
বেইজিংএর একটি বানিজ্যিক এলাকাছবি: AP

এশিয়ার শীর্ষ ৫০টি কোম্পানির তালিকা তৈরি করেছে ফোর্বস৷ সেখানে স্থান পেয়েছে ভারত ও চীনের মোট ১৬টি করে কোম্পানি৷ গতবছরও চীনের ১৬টি কোম্পানি তালিকায় জায়গা পেয়েছিল৷ তবে ভারতের ছিল ১৩টি কোম্পানি৷ অর্থাৎ এ বছর ভারতের কোম্পানিগুলো একটু ভাল সাফল্য দেখিয়েছে৷

তালিকা থেকে আরেকটি বিষয়ে সিদ্ধান্ত নেয়া যেতে পারে৷ সেটি হলো, এশিয়ার অর্থনৈতিক শক্তি হিসেবে এই দেশদুটির এগিয়ে আসা৷ কারণ ২০০৫ সালে প্রথমবারের মত যখন এই তালিকা তৈরি করা হয়েছিল, তখন চীনের পাঁচটি আর ভারতের মাত্র তিনটি কোম্পানি স্থান পায়৷ সেবার প্রথম হয়েছিল জাপান৷ তাদের ১৩টি কোম্পানি এ তালিকায় জায়গা করে নিয়েছিল৷ কিন্তু সেই জাপানের মাত্র দুটি কোম্পানি এবার তালিকাতে স্থান পেয়েছে৷

Tata Nano
ভারতী কোম্পানির তৈরি টাটা ন্যানোছবি: UNI

আবারও ফিরে আসি ২০১০ সালের তালিকায়৷ ভারত ও চীনের পর দ্বিতীয় স্থানে যৌথভাবে জায়গা করে নিয়েছে হংকং ও তাইওয়ান৷ তাদের রয়েছে চারটি করে কোম্পানি৷ এরপর দক্ষিণ কোরিয়ার তিনটি এবং তারপর অস্ট্রেলিয়া দুটি কোম্পানি নিয়ে রয়েছে জাপানের সঙ্গে৷

বর্তমান অর্থনৈতিক অবস্থা, শেয়ার মূল্য ও ভবিষ্যৎ সম্ভাবনা – এগুলো সহ আরও অন্যান্য বিষয় বিবেচনা করে এই তালিকাটি তৈরি করা হয়েছে৷

এতক্ষণ দেশের হিসেবে তালিকা পর্যালোচনা করা হলো৷ এবার আসি শিল্প ভিত্তিক পর্যালোচনায়৷ সেখানে দেখা যাচ্ছে, প্রযুক্তি ভিত্তিক কোম্পানিগুলো এক্ষেত্রে এগিয়ে রয়েছে৷ মোট ১০টি কোম্পানি রয়েছে এই খাতের৷ এরপর রয়েছে ধাতব শিল্পের কোম্পানি৷ তাদের রয়েছে আটটি কোম্পানি৷

কোনো তেল বা গ্যাস কোম্পানি, এমনকি কোনো টেলিকম কোম্পানিও এবার প্রথমবারের মতো তালিকায় স্থান পায়নি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ