1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুক দাওয়াতে ২১ হাজার সাড়া, বিপাকে কিশোরী

২১ সেপ্টেম্বর ২০১০

১৫তম জন্মদিনে জনাকয়েক বন্ধুকে দাওয়াত দিতে চেয়েছিল রেবেকা৷ কিন্তু কিভাবে কী ঘটে গেল৷ ২১ হাজার ফেসবুকার তার সেই দাওয়াত মঞ্জুর করেছে৷ এবং জন্মদিনে মানে ৭ অক্টোবর রেবেকার বাসায় হানা দেয়ার পরিকল্পনা করছে তারা৷

https://p.dw.com/p/PHrM
ফেসবুকে দাওয়াত দিয়ে বিপত্তির শেষ নেই (ফাইল ফটো)ছবি: picture alliance/dpa

ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারের বাসিন্দা রেবেকা জ্যাবেলিউ৷ ইচ্ছা ছিল সাকুল্যে ১৫ জনকে জন্মদিনের পার্টিতে ডাকবে সে৷ কিন্তু ফেসবুকে তার সেই দাওয়াতে সাড়া দেয় ২১ হাজার মানুষ৷ অবস্থা বেগতিক দেখে ফেসবুক থেকে জন্মদিনের দাওয়াত সরিয়ে নেয় রেবেকা৷ কিন্তু তাতে কী আসে যায়! বরং নানা নামের ফেসবুকাররা আবারো খুলেছে জন্মদিনের দাওয়াতপত্র৷ রেবেকার নাম-ঠিকানা-মোবাইল নম্বর সবই দেয়া আছে সেখানে৷ ফলে বেশ বিব্রত তার পরিবার৷

পরিস্থিতি এমন যে, নিরাপত্তার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন রেবেকার মা ট্রেইসি লিভেসি৷ ইতিমধ্যে ৭ অক্টোবরের ঘরোয়া জন্মদিনের উৎসবও বাতিল করেছেন তিনি৷ পুলিশ অবশ্য জানিয়েছে, সেদিন রেবেকার বাড়ির আশেপাশে থাকবে নিরাপত্তা বাহিনীর পাহারা৷ সার্জেন্ট লুইস ডুকেট এর কথায়, জন্মদিনের উৎসব আর হচ্ছে না৷ তাই যারা সেখানে যোগ দিতে চায়, তাদেরকে অন্য কোন পরিকল্পনার অনুরোধ করছি৷

এদিকে, জন্মদিনের দাওয়াত নিয়ে এই অবস্থার পেছনে ফেসবুকের জটিল নিরাপত্তা ব্যবস্থাকে দুষছেন অনেকে৷ রেবেকার মায়ের দাবি, ফেসবুকের প্রাইভেসি সেটিংস বুঝতে পারেনি তাঁর মেয়ে৷ তবে, ফেসবুক এই অভিযোগ উড়িয়ে দিয়েছে৷ সংস্থাটির এক মুখপাত্রের কথায়, কেউ যদি দাওয়াত দেবার সময় সেটিকে সবার জন্য উম্মুক্ত করে দেয়, তাহলে ফেসবুকের কিছু করার নেই৷ তবে কোন পাতায় বা দাওয়াতে অসঙ্গতি থাকলে তা ফেসবুককে জানানোর ব্যবস্থা রয়েছে৷

পরিস্থিতি যাই হোক, ২১ হাজার ফেসবুকার কিন্তু রেবেকার জন্মদিনের উৎসব নিয়ে এখনো ব্যস্ত৷ কেউ কেউ উৎসবের পরের দিন রেবেকার ঘরদোর পরিষ্কারের জন্যও ফেসবুকে গ্রুপ খুলছে৷ এমনকি তার জন্মদিনের আগে ও পরে আরো উৎসব চাইছে কোন কোন অযোচিত অতিথি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই