ফেসবুক কিংবা টুইটারেও ডয়চে ভেলে | পাঠক ভাবনা | DW | 23.11.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ফেসবুক কিংবা টুইটারেও ডয়চে ভেলে

৩৫ বছর পর বাংলা অনুষ্ঠান আর শর্টওয়েভে শোনা যাচ্ছেনা৷ শুনতে এবং ভাবতে যত কষ্টই হোক না কেন এটাই বাস্তব৷ বুঝতে পারছি এই বাস্তবতা অসংখ্য শ্রোতার মতো ডয়চে ভেলের কর্মীদেরও ব্যথিত করছে৷

সময় থেমে থাকেনা৷ এরোপ্লেন ছেড়ে আমরা কি আজ ফিরে যাবো গরুর গাড়ির যুগে? মাল্টিমিডিয়া ডয়চে ভেলে আজ চায়, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ শ্রোতাদের যোগাযোগের মাধ্যম হিসেবে৷ ডয়চে ভেলে চায় শ্রোতারা অনুষ্ঠান শুনবে মোবাইলে, ইন্টারনেটে তা লাইভ অথবা পডকাষ্ট যেভাবেই হোক না কেন৷ আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে আমি মনে করি, ফেসবুক কিংবা টুইটারেও ডয়চে ভেলের সাথে যোগাযোগ রাখা যায়৷ চৈতালি সরকার, মহিলা শ্রোতাসংঘ, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

আজ সকালে এফএম ব্যান্ডে ১০৫ মেগাহার্তস-এ সুন্দরভাবে বাংলাদেশের একগুচ্ছ তরতাজা খবর, আয়ারল্যান্ডের আর্থিক পরিস্থিতির ওপর রিপোর্ট, হাইতির কলেরা চিকিত্সায় বাংলাদেশী ডাক্তার, কবির সুমনের কণ্ঠে "একমুখ দাঁড়ি-গোঁফ" গানটি এবং ফিচারপর্ব ‘নন্দনে’ জার্মানির কোলন শহরে নব নির্মিত ভবন "লোক-সংস্কৃতি মিউজিয়াম" আর ‘হেল্থলাইনে’ মিউনিখ শহরের একটি কোম্পানির আবিষ্কৃত ঘুম পাড়ানি দুধ নিয়ে প্রতিবেদন শুনে আমরা ক্লাবের সবাই খুশি হয়েছি৷ মোখলেসুর রহমান,বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল,কুষ্টিয়া, বাংলাদেশ৷

আর নয় হরতাল, আমরা শান্তি চাই৷ আমরা চাই দেশের প্রতিটি মানুষ দুবেলা দুমুঠো ভাত খেতে পাক, একটু শান্তিতে ঘুমোতে পারুক৷ এখন শীতের সময় বাংলাদেশের লাখো মানুষ শীতে কষ্ট করবে৷ তাদের এই শীতের হাত থেকে রক্ষা করার জন্য আন্দোলন হোক, তাদের পেটে লাথি মেরে, রোজগারের পথ বন্ধ করে এ কেমন রাজনীতি? প্রতি বছর মন্দায় দেশের বহু লোক মারা যাচ্ছে, তাদের পেটে দু’মুঠো ভাত তুলে দেবার ক্ষমতা কোন রাজনৈতিক দলের নেই৷ তাহলে বারবার হরতালের নামে সমস্ত কর্মকান্ডকে স্থবির করে দিয়ে এই অসহায় মানুষ গুলোকে বিপদে ফেলে দেওয়া হয় কেন? আমরা চাই হরতাল, নৈরাজ্য, ভাঙচুর, হানাহানি মুক্ত শান্তির দেশ৷

আমরা আপনাদের প্রচারিত রেডিও অনুষ্ঠানমালা ইন্টারনেটের মাধ্যমে নিয়মিত শুনছি এবং সে সম্পর্কে নিয়মিত মতামত পাঠাচ্ছি৷ যেহেতু ডয়চেভেলের শর্টওয়েভ সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার পর বাধ্য হয়ে ইন্টারনেট ও কম্পিউটার এর ব্যবস্থা করেছি৷ মাঝে মাঝে পরীক্ষা ও খাতা দেখার জন্য অনুষ্ঠান শুনতে না পারলে মনে হয় কি যেন অপূর্ণ রয়ে গেল৷ আজ ২২ নভেম্বরের অনুষ্ঠানমালা শুনলাম৷ বিজ্ঞান ডটকম অনুষ্ঠানে বাংলাদেশের থ্রী জি নেটওয়ার্ক চালুর খবরটি শুনে খুব ভাল লাগল৷ আমরাও চাই খুব শীঘ্রই এই থ্রী জি নেটওয়ার্কের মাধ্যমে কথা বলতে প্রিয়জনের সাথে৷ প্রতিবেদনটি প্রচার করার জন্য আপনারদেরকে ধন্যবাদ৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু, রেইনবো শ্রোতা সংঘ আমলা, মিরপুর, কুষ্টিয়া, বাংলাদেশ৷

আজ রাতের অনুষ্ঠানটি এতোই চমকপ্রদ লাগল যে তা ভাষায় প্রকাশ করতে পারবো না৷ আগে জানতাম ঘুম পাড়ানি মাসিপিসি ছোটদের নানা ধরনের কেচ্ছা,মজার মজার গল্প ও ভুতের ভয় দেখিয়ে ঘুম পাড়াতো কিন্তু এখন পাওয়া যাচ্ছে ঘুম পাড়ানি মেলাটনিন দুধ৷ সত্যিই এটা মজার ব্যাপার যে, এক দিকে দুধের চাহিদাও পূরণ হল অন্য দিকে রাতের ঘুমটাও ভালো হলো! মোঃসিরাজুল ইসলাম, ডে-নাইট ডয়চে ভেলে বেতার শ্রোতা সংঘ, কাশীপুর মনিরের ভিটা,ফুলবাড়ি,কুড়িগ্রাম, বাংলাদেশ৷

অনুষ্ঠান খুব ভালো লাগে তাই শিল্পী নচিকেতার একটি গান শোনালে খুশি হবো৷ সায়মন আহমেদ সুমন, গঙ্গাছড়া, রংপুর, বাংলাদেশ৷

আমি নিয়মিত নতুন শ্রোতা আশাকরি আমাকে গ্রহণ করবেন৷ অনুষ্ঠান খুব ভালো লাগে৷

আমার একটি প্রস্তাব আছে আর তা হচ্ছে, অনুষ্ঠানের শুরুতে একটি ধাঁধা দেবেন এবং অনুষ্ঠানের শেষে উত্তর বলে দেবেন৷ হারুন-উর-রশীদ স্বপন, নীলারপাড়া, গঙ্গাছড়া, রংপুর, বাংলাদেশ৷

আমি বিবিসি সংবাদ নির্ভর ছিলাম, এক সন্ধ্যায় রেডিও অফ করতে দেরি করায় ডয়চে ভেলের সংবাদ শুনতে পাই৷ সেই থেকে নিয়মিত ডয়চে ভেলের শ্রোতা৷ সংবাদ এবং উপস্থাপন চমৎকার তবে দুবেলাই বিটিভি-র সংবাদ থাকায় কিছুটা সমস্যা হয়, বিষয়টি বিবেচনা করবেন৷ ইঞ্জিনিয়ার এম নুরুদ্দিন, সিলেট, বাংলাদেশ৷

আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে শর্টওয়েভ বন্ধ করার ফলে আর অনুষ্ঠান শুনতে পারছিনা৷ তাছাড়া মিডিয়াম ওয়েভের শ্রবণমান মোটেই ভালো নয়৷ ইন্টারনেট ব্যবহার করা আমাদের কাছে অলীক কল্পনার নামান্তর৷ এসএমএ সুফিয়ান, নওপাড়া, শিমুলিয়া, মুর্শিদবাদ, ভারত৷