1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুকে নিজের অবস্থান জানানোর নতুন উপায়

২০ আগস্ট ২০১০

‘জিওট্যাগিং’ নিয়ে মাতামাতির শুরুটা খুব বেশিদিনের নয়৷ সহজে ইন্টারনেটে নিজের সর্বশেষ অবস্থান জানানোর এক নয়া তরিকা এই ‘জিওট্যাগিং’৷ ইতিমধ্যে এই সেবা দিয়ে জনপ্রিয় হয়েছে কয়েকটি ওয়েবসাইট৷ তাই, ফেসবুকও দিচ্ছে নতুন এই সেবা৷

https://p.dw.com/p/Orzw
সবাইকে ছাড়িয়ে শীর্ষে ফেসবুকছবি: DW/BilderBox

ধরুন কোন এক রেস্তোরায় গিয়েছেন আপনি, কিংবা আছেন কোন শপিং মলে৷ বন্ধুদের খুব সহজেই তা জানাতে পারেন ফেসবুকের নতুন এই সেবা ব্যবহার করে৷ এজন্য শুধু ‘চেক ইন' করতে হবে আপনার মোবাইলে৷ এরপর স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক আপনার বন্ধুদের জানাবে কোথায় আছেন আপনি৷

বলে বসবেন না, এটাতো আগেও জানানো যেত৷ স্ট্যাটাসে লিখে দিলেই হল! না, এবারকার বিষয়টি আরো সহজ৷ এখানে, আপনার মোবাইল ফোনই জানান দেবে আপনার সঠিক লোকেশনের৷ তাই, ছলচাতুরির সুযোগ আর থাকছে না৷

Facebook Nutzer User Computer Internet Web 2.0 Flash-Galerie
মার্ক জুকারবের্গ জানিয়েছেন, পর্যায়ক্রমে সব দেশের ফেসবুক ব্যবহারকারীই এই সেবার আওতায় আসবেছবি: picture-alliance/dpa

ফেসবুকের প্লেসেস প্রোডাক্ট ম্যানেজার মিখায়েল ইয়েল শ্যারনের কথায়, এখন থেকে ফেসবুক ব্যবহারকারীরা দ্রুতই জানাতে পারবেন তাদের সর্বশেষ অবস্থান৷ আর তা মুহূর্তেই শেয়ার হবে বন্ধুদের মাঝে৷

তবে, লোকেশন জানানোর এই নয়া তরিকা আপাতত সীমাবদ্ধ শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে৷ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবের্গ অবশ্য জানিয়েছেন, পর্যায়ক্রমে সব দেশের ফেসবুক ব্যবহারকারীই এই সেবার আওতায় আসবে৷

ফেসবুক প্লেস মানে লোকেশন জানানোর সেবা ব্যবহার করতে প্রয়োজন পড়বে একটু ভালো মানের মোবাইল ফোন৷ আইফোন বা স্মার্টফোনগুলোতে এটি কাজ করবে অনায়াসে৷

অবশ্য ইতিমধ্যেই বিতর্কও শুরু হয়েছে ফেসবুকের নতুন এই সেবা নিয়ে৷ ফেসবুকে লোকেশন জানানোর ক্ষেত্রে ব্যবহারকারী কতটা নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন তাই নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই