1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবলের আধুনিক বিস্ময় রোনাল্ডো

১ জুন ২০১০

আধুনিক সময়ের আক্রমণাত্মক খেলোয়াড়দের সামনে আদর্শ পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ গত বছরের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের ওপর নির্ভর করছে পর্তুগাল এবার কত দূর যাবে৷

https://p.dw.com/p/NetA
রোনাল্ডো ভক্তের অভাব নেইছবি: AP

ক্রীড়া বিশ্লেষকদের দৃষ্টিতে চমক লাগানো গতি, সুঠাম শারীরিক বল এবং দুই পা'য়ের বিস্ময়কর কৌশলগত নৈপুণ্য যেন ২৫ বছর বয়সি এই তারকাকে উদ্দীপনার ঝলকে পরিণত করেছে৷

আর তাঁর একেকটা শটের গতি যেন প্রচণ্ড ঝড়ো হাওয়ার আঘাত৷ তাঁর এতোসব গুণাবলীর পেছনে দক্ষতা এবং কঠোর অনুশীলন রয়েছে৷ অনেকে আরেকটু এগিয়ে বলতে চান, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অ্যাথলেট এখন রোনাল্ডো৷ এমনকি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের কণ্ঠে উচ্চারিত হয়েছে রোনাল্ডোর কীর্তিগাথা৷ ‘‘এই ছেলের প্রশংসা ছাড়া তার সম্পর্কে আর কিছুই বলার নেই আমার৷ খুব সহজেই তাকে বিশ্বের সেরা খেলোয়াড় বলা যায়,'' বলেন ফার্গুসন৷ তিনি আরো বলেন, ‘‘গোল পোস্ট লক্ষ্য করে তার আক্রমণ, গোলের প্রচেষ্টা, পেনাল্টি বক্সে তার দ্রুত বিচরণ সবকিছুই অত্যন্ত বিস্ময়কর৷''

Fußball Cristiano Ronaldo Genf Flash-Galerie
ছবি: AP

অবশ্য, ফুটবল জগতের এই আধুনিক বিস্ময়ের কণ্ঠে এবার শোনা গেল, ‘‘আমি একা খেলি না এবং আমি কোন অলৌকিক কিছু করে দেখাতে পারবো না৷'' লিসবন থেকে উত্তর-পূর্ব পর্তুগালের কোভিলা প্রশিক্ষণ শিবিরে এসে সাংবাদিকদের সামনে এমন উক্তি রোনাল্ডোর৷ তিনি বলেন, আগামী মাসের বিশ্বকাপে জয় পেতে হলে দলের উপর দিকেই থাকা চাই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর চেয়ে আরো ভালো খেলোয়াড়৷ তাঁর ভাষায়, ‘‘আমাদের সামগ্রিকভাবে আরো ভালো করতে হবে৷'' ‘‘বিশ্বকাপ জিততে হলে দলের মধ্যে কমপক্ষে সাত থেকে আট জন খেলোয়াড়ের ভালো ফর্ম থাকতে হবে৷ এমনকি মাত্র দুই থেকে তিনজনের ভালো ফর্ম থাকলেও সেটা বেশ কঠিন হবে,'' বলেন রোনাল্ডো৷

গত সপ্তাহে করা ইন্টার মিলানের কোচ জোসে মোরিনিয়োর মন্তব্য নিয়ে ঘরে-বাইরে বেশ বিতর্ক তৈরি হয়েছে৷ মোরিনিয়ো বলেছিলেন, ‘‘রোনাল্ডো ঘণ্টায় এক হাজার কিলোমিটার বেগে খেললেও শিরোপা ঘরে তোলার সুযোগ নেই তাদের৷'' তবে রোনাল্ডোর জবাব, ‘‘গত পাঁচ দিন আমি ছুটিতে ছিলাম, বিশ্রাম নিয়েছি এবং সবকিছু থেকেই দূরে ছিলাম৷ তাই আমি ঐ বিতর্কের কিছুই জানিনা৷'' ‘‘মোরিনিয়োর শুভ কামনা করা ছাড়া আর কিছুই বলার নেই আমার,'' বলেন রোনাল্ডো৷

তবে বিতর্কের শেষ দেখার জন্য অপেক্ষা করতে হবে আর ক'টা দিন৷ ২০১০ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের খেলায় ব্রাজিল, আইভরি কোস্ট এবং উত্তর কোরিয়ার সাথে গ্রুপ জি'তে রয়েছে পর্তুগাল৷ আর তাদের লড়াই শুরু হচ্ছে ১৫ জুন৷ পোর্ট এলিজাবেথে পশ্চিম আফ্রিকানদের বিপক্ষে খেলার মধ্য দিয়ে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী