1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবলেও সুদিন ফিরে পেয়েছে ইরান

১৫ ডিসেম্বর ২০১৩

শুধু রাজনীতির অঙ্গন নয়, ফুটবল অঙ্গনেও সুদিন ফিরে পেয়েছে ইরান৷ এশিয়ার দেশটিতে ফুটবল তুমুল জনপ্রিয় হলেও হালে হতাশায় নিমজ্জিত হওয়ার দশা হয়েছিল৷ বিশ্বকাপের আগে সেই ইরান এখন উজ্জ্বল ভবিষ্যতের আশায় উজ্জীবিত৷

https://p.dw.com/p/1AZgE
Iran beim Fifa-World Cup
চলতি বছরে ইরানের জাতীয় দলছবি: Fars

ব্রাজিলে অনুষ্ঠেয় ২০১৪ বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বিদায়ের দোরগোড়ায় চলে গিয়েছিল ইরান৷ প্রথম পাঁচ ম্যাচ শেষে মাত্র ৭ পয়েন্ট ছিল তাদের৷ সমালোচনার মুখে পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজ নাকি পদত্যাগ করার কথাও ভাবছিলেন৷ কিন্তু বাছাই পর্বে নিজেদের শেষ তিন ম্যাচে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় ইরান৷ যে দল লেবাননের কাছেও হেরে বসেছিল, তারাই কিনা হারিয়ে দেয় দক্ষিণ কোরিয়াকে৷ বাকি দু ম্যাচ থেকেও পূর্ণ পয়েন্ট তুলে নিয়ে জাভেদ নিকোউনাম, আন্দ্রানিক তেমুরিয়ানরা এখন ব্রাজিল বিশ্বকাপ মাতানোর দিন গুনছেন৷

ইরান মোটামুটি সহজ গ্রুপে পড়েছে বলে সমর্থকরা খুব খুশি৷ দু বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ছাড়া বাকি দুটো দলকে তাঁদের দেশ হারাতে পারবে বলে মনে করেন ইরানিরা৷ বিশ্বকাপে প্রথমে ইরান খেলবে নাইজেরিয়ার সঙ্গে৷ সেই ম্যাচ জিতলে দ্বিতীয় পর্বে ওঠার আশা থাকবে৷ সেই আশা পূরণ হতে পারে বসনিয়াকে হারালে৷ ফিফা ব়্যাঙ্কিংয়ে ইরান এখন ৪৫ নম্বরে, আফ্রিকান চ্যাম্পিয়ন নাইজেরিয়া ৩৬ আর এবারই প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া বসনিয়া আছে ৩১ নম্বরে৷ কাগজে-কলমে ইরানই দুর্বল৷ তাতে কী! মাঠে দুটো দিন নিজেদের উজাড় করে দিতে পারলে জয় পাওয়া অবশ্যই সম্ভব৷

Ashkan Dejagah
আশকান দেজাগা৷ জার্মান যুব দলে খেলা এই ফুটবলার এখন খেলেন ইরান জাতীয় দলে৷ছবি: FARS

ইদানীং দলের সবাই সেরকমই খেলছেন৷ বিশেষ করে নেদারল্যান্ডসে বড় হয়ে সে দেশের বয়সভিত্তিক দল এবং লিগ খেলা রেজা ঘুহানেজাদ তো বাছাইপর্বে দুর্দান্ত খেলেছেন৷ পাঁচ ম্যাচে করেছেন তিন গোল৷ আর ফুলহ্যামের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা মিডফিল্ডার আশকান দেজাগা কাতারের বিপক্ষে অভিষেক ম্যাচেই করেছেন দুই গোল৷ জার্মান বুন্ডেসলিগায়ও খেলেছেন তিনি৷ এই দুজনের সঙ্গে ২০১৩-র এশিয়ার দ্বিতীয় সেরা ফুটবলার জাভেদ নেকুনাম এবং মিডফিল্ডার আন্দ্রানিক তেমুরিয়ানের পারফরম্যান্সও তাক লাগানোর মতো৷

১৫ বছর পর আবার বিশ্বকাপে ফিরছে ইরান৷ আয়াতুল্লাহ খোমেনির ইসলামি বিপ্লবের পর থেকে ধীরে ধীরে পেছাতে থাকলেও তার আগে কিন্তু লম্বা একটা সময় এশিয়ার সেরা দল ছিল তারা৷ ১৯৬৮ থেকে ১৯৭৬ সালের মধ্যে টানা তিনবার এশিয়ার চ্যাম্পিয়ন, ১৯৭৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা - সবই কিন্তু ইসলামি বিপ্লবের আগের অর্জন৷ ১৯৭৯ সালে খোমেনির নেতৃত্বে ‘ইসলামি বিপ্লব' হলো আর তারপর থেকে ফুটবলে একটু একটু করে পিছাতেও থাকল এশিয়ার দেশটি৷ ১৯ বছর পর, অর্থাৎ ১৯৯৮ সালে আবার বিশ্বকাপ মূল পর্বে উঠে সুদিনে ফেরার ইঙ্গিত দিলেও দ্রুতই সে আশা দেখা দিয়েই মিলিয়ে যায়৷

Reza Ghoochannejhad (Gucci)
রেজা ঘুহানেজাদছবি: Navad

সম্প্রতি বেশ বড় একটা পরিবর্তন এসেছে ইরানের রাজনীতিতে৷ কট্টরপন্থী মাহমুদ আহমাদিনেজাদের মেয়াদ ফুরানোর পর মধ্যপন্থি হাসান রৌহানি হয়েছেন প্রেসিডেন্ট৷ সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির সঙ্গে বোঝাপড়া হওয়ায় অর্থনৈতিক অবরোধ থেকে ইরানের মুক্তি পাওয়ার সম্ভাবনা জেগেছে৷ ফুটবলেও লেগেছে পরিবর্তনের ঢেউ৷ জাতীয় দলের সাবেক সহকারী কোচ হুমান আফজানি ফুটবলে সুবাতাস ফেরার কারণ জানাতে গিয়ে বলেছেন, ‘‘আমাদের সমাজে ফুটবলের একটা বিশেষ জায়গা আছে৷ অনেকে মনে করেন, সাম্প্রতিক নির্বাচন এবং ফুটবল দল বিশ্বকাপে ওঠার কারণে দেশে অনেক পরিবর্তন আসছে৷''

এসিবি/ জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য