1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিরে দেখা ২০১০

৩০ ডিসেম্বর ২০১০

বিদায় নিতে চলল ২০১০৷ গত ১২ মাসে জার্মানি সহ আন্তর্জাতিক সাংস্কৃতিক অঙ্গনে ঘটে গেছে বহু ঘটনা৷ সংগীত জগতে নানা আঙ্গিকের গান আলোড়ন সৃষ্টি করেছে, নাড়া দিয়েছে সংগীতানুরাগীদের প্রাণে৷

https://p.dw.com/p/zrPM
‘ইউরোভিশন সং কনটেস্ট’এ জার্মান কন্ঠশিল্পী লেনা মায়ার লান্ডরুট ছিনিয়ে নেন জয়ের মুকুটছবি: AP

এই বিদায়ী বছর জার্মানির সংগীত জগতে সবচাইতে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা, ৫৫ তম ‘ইউরোভিশন সং কনটেস্ট' এ জার্মানির বিজয়৷ জার্মানির পপ সংগীতের অঙ্গনে এক সতেজ নবীন কণ্ঠ ১৯ বছর বয়স্কা লেনা মায়ার লান্ডরুট জার্মানির হয়ে তাঁর গান দিয়ে ছিনিয়ে নিয়েছিলেন জয়ের মুকুট৷ গানের নাম ‘স্যাটেলাইট'৷ ২৮ বছর পর জার্মানি দ্বিতীয় বার পেল এই জয়ের শিরোপা ৷

BdT Shakira singt in Kolumbien
পপ সংগীত তারকা শাকিরাছবি: AP

২০১০ সালে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো দক্ষিণ আফ্রিকায়৷ বিশ্বকাপের আনুষ্ঠানিক সংগীতের জন্য ফিফা বেছে নিয়েছিল কলাম্বিয়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পপ সংগীত তারকা শাকিরার গাওয়া গান ‘ওয়াকা ওয়াকা, দিস টাইম ফর আফ্রিকা'৷ শাকিরাকে সঙ্গ দিয়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যান্ড ‘ফ্রেশলি গ্রাউন্ড'৷ এই গান বিশ্বের প্রায় সবকটি দেশেই হিট গানের তালিকায় শীর্ষ স্থান দখল করে রেখেছিল একাধিক সপ্তাহ ধরে৷

এ বছর ছ'টি গ্র্যামি পুরস্কারে ভূষিত হলেন ব়্যাপ এন্ড বিট বা সংক্ষেপে ‘আর এন্ড বি' আঙ্গিকের সংগীত শিল্পী হিসেবে খ্যাত মার্কিন সংগীত তারকা বেঅনসে৷ এ হলো এক নতুন রেকর্ড৷ তাঁর আগে আর কোন মহিলা সংগীত শিল্পী একবারে এতগুলো গ্র্যামি জয় করতে পাননি৷ বেঅনসে শুধুই গায়িকাই নন, তিনি অভিনেত্রী, সুরকার এবং গীতিকারও৷ ছ'টি গ্র্যামির মধ্যে একটি পেয়েছেন তিনি বছরের শ্রেষ্ঠ গান হিসেবে, সিঙ্গেল লেডিস৷

‘ক্রেজি হার্ট' ছায়াছবিতে ‘দ্যা উইরি কাইম্ড' গানের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র সংগীত হিসেবে এ বছর অস্কার বিজয়ের সম্মান পেয়েছেন সুরকার ও গায়ক রায়ান বিংহ্যাম৷ অস্কার ছাড়াও এই গানের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার এবং বছরের শ্রেষ্ঠ গান হিসেবে, নবম বার্ষিক অ্যামেরিকান মিউজিক অ্যাসোসিয়েশনের পুরস্কারে ভূষিত হোন রায়ান বিংহ্যাম৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক