1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিফার শীর্ষে টিকে থাকার বিষয়ে নিশ্চিত ব্লাটার

১৭ মে ২০১১

আগামী ১লা জুন ফিফার শীর্ষ পদের নির্বাচন৷ এই প্রথম মহম্মদ বিন হাম্মামের মতো জোরালো প্রতিদ্বন্দ্বী তাঁকে চ্যালেঞ্জ করছেন৷ কিন্তু ব্লাটারের ঝুলিতে নাকি প্রয়োজনীয় সংখ্যক ভোট এসে গেছে৷

https://p.dw.com/p/11HcO
পুনর্নির্বাচনের িবষয়ে নিশ্চিত ব্লাটারছবি: dapd

আসন্ন নির্বাচনে সমর্থন আদায়ের লক্ষ্যে গোটা বিশ্ব চষে বেড়াচ্ছেন সেপ ব্লাটার৷ এই তো সবে সার্বিয়া, ফিলিস্তিনি এলাকা ও ইসরায়েল থেকে ফিরলেন৷ মাত্র ৩ দিনে ৭৫ বছর বয়স্ক ব্লাটার কোথাও ফিতে কাটলেন, কোথাও কোনো উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখে এলেন৷ আসল উদ্দেশ্য অবশ্য ছিল ভোটের জন্য দরবার করা৷

Mohamed Bin Hammam
জোরালো প্রতিদ্বন্দ্বি হিসেবে আসরে নেমেছেন বিন হাম্মামছবি: AP

জার্মানির ডিপিএ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘নির্বাচনে আমি হারতেই পারি না৷'' আরও বলেন, নিজের প্রতি যথেষ্ট আস্থা আছে এবং ফুটবল সংগঠনগুলি আগামী ৪ বছরের জন্য তাঁকেই নির্বাচিত করবে৷ আশ্চর্য বিষয় হলো, সম্প্রতি ফিফার বিরুদ্ধে দুর্নীতির এত অভিযোগের ফলে ব্লাটার'এর ক্ষতি নয়, বরং লাভই হয়েছে৷ ব্লাটার দুর্নীতির প্রশ্নে কোণঠাসা হওয়ার বদলে উল্টে আগ্রাসী প্রচার চালিয়ে যাচ্ছেন৷ চতুর্থবার নির্বাচিত হলে তিনি সংগঠনে আমূল সংস্কার চালাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন৷ কর্মকর্তাদের কোনোরকম দুর্নীতি আর বরদাস্ত করবেন না তিনি৷ এমনকি তিনি কিছুটা আত্মসমালোচনাও করেছেন৷ নির্বাহী কমিটিতে নারীদের জন্য সংরক্ষণ, নৈতিকতা সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত কমিশনের ক্ষমতা বাড়ানো এবং সংগঠনের ভাবমূর্তির উন্নতির জন্য প্রচারাভিযান – এমন সব প্রতিশ্রুতিও রয়েছে তাঁর ঝুলিতে৷ অন্যদিকে প্রতিদ্বন্দ্বী কাতারের মহম্মদ বিন হাম্মাম যেন কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়েছেন৷

নির্বাচনে ইউরোপ, আফ্রিকা, ওশেনিয়া ও দক্ষিণ অ্যামেরিকার ফুটবল সংগঠনগুলির সমর্থন আশা করছেন ব্লাটার৷ শুধু এশিয়ায় বিন হাম্মাম বেশি সমর্থন পাবেন বলে ধরে নেওয়া হচ্ছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য