1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফান বমেল ছাড়াই গর্জে উঠলো বায়ার্ন

২৭ জানুয়ারি ২০১১

বায়ার্ন মিউনিখ’কে দমিয়ে রাখা কঠিন৷ মঙ্গলবার ক্যাপ্টেন মার্ক ফান বমেল বায়ার্ন ছেড়ে এসি মিলান চলে গেছেন বটে, কিন্তু বুধবার তাঁকে ছাড়াই দল ৪-০ গোলে আলেমানিয়া আখেন’কে হারিয়ে জার্মান কাপের সেমি ফাইনালে পৌঁছে গেল৷

https://p.dw.com/p/105hR
Bayern, Philipp, Lahm, Thomas, Mueller, Aachen, Shervin, Alemannia, Munich, Germany,
আলেমানিয়া আখেন ও বায়ার্ন মিউনিখের মধ্যে ফুটবল নিয়ে লড়াইয়ের বিশেষ মুহূর্তছবি: AP

আখেন দ্বিতীয় ডিভিশন ক্লাব হয়েও বুধবার বায়ার্ন'এর বিরুদ্ধে লড়ে গেছে৷ এর আগেও বেশ কয়েকবার জার্মান কাপ থেকে তাদের ছিটকে যেতে হয় বায়ার্ন'এর কারণে৷ সেমি ফাইনালে বায়ার্ন'এর মোকাবিলা হবে শালকে'র সঙ্গে৷

ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে কোচ লুই ফান খাল স্থির করেছেন, বর্তমান মরশুমের শেষ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পালন করবেন ফিলিপ লাম৷ দ্বিতীয় স্থানে থাকবেন বাস্টিয়ান শোয়াইনস্টাইগার৷ তাঁর নেতৃত্বে প্রথম ম্যাচে একটি করে গোল করেন মারিও গোমেস ও আরিয়ান রবেন৷ বাকি দুটি গোল করেন টোমাস ম্যুলার৷ ফান বমেল'এর অনুপস্থিতি সত্ত্বেও জীবন যে থেমে থাকে নি, তা তাঁরা প্রমাণ করে দিলেন৷ তবে বায়ার্ন দল সহজে সন্তুষ্ট হতে পারে না৷ ৪-০ গোলে জয় সত্ত্বেও আত্মসমালোচনার সুর শোনা গেল খেলোয়াড়দের কণ্ঠে৷ প্রথমার্ধে বেশ কিছু সুযোগের সদ্ব্যবহার করতে না পারায় তারা মোটেই সন্তুষ্ট নয়৷ দ্বিতীয়ার্ধে অবশ্য বায়ার্ন'এর আধিপত্য নিয়ে কোনো সন্দেহ ছিল না৷ গোটা ম্যাচ তাদের নিয়ন্ত্রণেই চলে এসেছিল৷

এর মধ্যে একটি ঘটনা বায়ার্ন'এর খেলোয়াড়দের কিছুটা বিরক্ত করে তুলেছে৷ দলের লোগো সহ যে বাসে চেপে তাঁরা স্টেডিয়ামে এসেছিলেন, আলেমানিয়া আখেন'এর সমর্থকরা তার গায়ে স্প্রে দিয়ে নিজেদের ক্লাবের নাম লিখে দিয়েছেন৷ তাতে অবশ্য খেলার ফলের উপর কোনো প্রভাব পড়ে নি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই