1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফলোঅন এড়াতে লড়ে যাচ্ছে সাকিব বাহিনী

৩০ মে ২০১০

ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্টের তৃতীয় দিনে বৃষ্টি ব্যাঘাত ঘটিয়েছে৷ কিন্তু এরপরও ফলোঅন এড়াতে লড়ে যাচ্ছে সাকিব বাহিনী৷

https://p.dw.com/p/NcxX
ব্যাট করছেন সাকিব (ফাইল ফটো)ছবি: AP

এর আগে লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরু হয় দেরিতে বৃষ্টির কারণে৷ বৃষ্টি থামলে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ আগেরদিনের ২ উইকেটে ১৭২ রান নিয়ে৷ ইংল্যান্ডের জোনাথন ট্রটের ডাবল সেঞ্চুরির সুবাদে তাদের ৫০৫ রানের প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন বাংলাদেশি ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করছিলেন তাতে বেশ আশাই জাগছিল৷ মনে করা হচ্ছিল ইনিংসটাকে বেশ খানিকটা এগিয়ে নিতে পারবেন তারা৷ কিন্তু শনিবার মাত্র ১৯ রান যোগ হতেই বিদায় নেন তিন ব্যাটসম্যান৷ ইংল্যান্ডের স্টিভ ফিন দ্রুত জুনায়েদ এবং আশরাফুলকে আউট করেন৷ জুনায়েদ করেন ৫৮ রান৷ অন্যদিকে আগেরদিনের অপরাজিত ব্যাটসম্যান জহুরুল ইসলাম ২০ রানে জেমস অ্যান্ডারসনের বলে আউট হন৷ এরপর অধিনায়ক সাকিব আল হাসান এবং উইকেট রক্ষক মুশফিকুর রহিম দলের হাল ধরেন৷ তবে তারাও খুব বেশিদূর এগুতে পারেনি৷ ২৩৪ রানের মধ্যে তারা দুজনই বিদায় নিলে ফলোঅনে পড়ার সম্ভাবনা দেখা দেয়৷ তৃতীয় দিন শেষে বাংলাদেশ করেছে সাত উইকেটে ২৩৭ রান৷ ফলোঅন এড়াতে হলে তাদের দরকার আরও ৬৯ রান৷ ক্রিজে এই মুহূর্তে রয়েছেন অলরাউন্ডার মাহুমুদুল্লাহ রিয়াদ ৭ রানে এবং শাহাদাত হোসেন ৩ রানে৷ অন্যদিকে ইংলিশ বোলার স্টিভ ফিন ৭৫ রানে চারটি উইকেট নিয়েছেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই