1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রয়োজন স্বাধীন পরিবেশ কমিশন - ড. মিজান

৪ ফেব্রুয়ারি ২০১১

আড়িয়ল বিলের মতো দুঃখজনক ঘটনা যাতে আর না ঘটে, এজন্য স্বাধীন পরিবেশ কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান৷

https://p.dw.com/p/10ARY
river, Brahmaputra, Gauhati, India, water, Bangladesh, Bay of Bengal, প্রয়োজন, স্বাধীন, পরিবেশ, কমিশন, ড, মিজান, পদ্মা, বাংলাদেশ, বিমানবন্দর, আড়িয়ল,
ফাইল ছবিছবি: AP

‘‘আড়িয়ল বিলে বিমানবন্দর হবে না – হবে পদ্মার ওপারে'' প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পরও ওই এলাকার মানুষের মধ্যে পুলিশি আতঙ্ক কাটেনি৷ কারণ মামলা হয়েছে চার-পাঁচ হাজার অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে৷ এ অবস্থায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান নিরীহ লোকজনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের অনুরোধ করেছেন৷ তিনি ডয়চে ভেলেকে জানান, এধরনের মামলায় পুলিশের ক্ষমতার অপব্যবহারের সুযোগ থাকে৷

আড়িয়ল বিলে বিমান বন্দর স্থাপন না করার সিদ্ধান্তকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞার পরিচয় বলে তিনি মনে করেন৷ তিনি বলেন, হয়তো প্রধানমন্ত্রীকে আগে কেউ ভুল তথ্য দিয়েছিল৷ ড. মিজান এজন্য স্বাধীন পরিবেশ কমিশন গঠনের প্রস্তাব করেন৷ এধরনের কমিশন থাকলে আড়িয়ল বিলের মত দুঃখজনক ঘটনা ঘটতো না৷ ভবিষ্যতে যে কোন বড় ধরনের স্থাপনা তৈরির আগে ওই কমিশনের ছাড়পত্র নিতে হবে৷

আড়িয়ল বিল নিয়ে বিরোধী দলের আর কোন হরতাল কর্মসূচি গ্রহণযোগ্য নয় বলে বলে মন্তব্য মানবাধিকার কমিশনে চেয়ারম্যানের৷ তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর অদূরদর্শিতা ও মতলববাজী আড়িয়ল বিলের পরিস্থিতিকে বেশী জটিল করেছিল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন