1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রায় ১৬ ঘণ্টা পর পাকিস্তানের নৌ-ঘাঁটি জঙ্গি মুক্ত

২৩ মে ২০১১

তালেবান জঙ্গিদের সঙ্গে প্রায় ১৬ ঘণ্টার সংঘর্ষের পর করাচির মেহরান নৌ-ঘাঁটির নিয়ন্ত্রণ আবার সামরিক বাহিনীর হাতে ফিরে এসেছে৷ রবিবার গভীর রাতে ৩ দিক থেকে হামলা শুরু করে প্রায় ২০ জন জঙ্গি দুটি বিমানে আগুন ধরিয়ে দেয়৷

https://p.dw.com/p/11LVW
Osama bin Laden is shown speaking in this undated image taken from video provided by the U.S. Department of Defense and released on Saturday, May 7, 2011. The videos show bin Laden watching himself on television and rehearsing for terrorist videos. (AP Photo/Department of Defense)
লাদেন হত্যার প্রতিশোধ নিতেই এই হামলাছবি: AP

পাকিস্তানি তালেবান এই হামলার দায়িত্ব স্বীকার করেছে৷ তাদের মুখপাত্র এহসানুল্লাহ এহসান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এটা ওসামা বিন লাদেন হত্যার আরেকটি প্রতিশোধ৷

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানিয়েছেন জঙ্গিরা এখনো ঐ ঘাঁটির একটি ভবন দখল করে আছে৷ এবং সেখান থেকে এখনো লড়াই করে যাচ্ছে৷ গোয়েন্দা কর্মকর্তারা বলছেন জঙ্গিরা কমপক্ষে দুই ডজন মানুষকে জিম্মি করে রেখেছে৷

এদিকে সোমবার ভোর থেকে পাকিস্তানি বাহিনী কমান্ডো অভিযান শুরু করেছে৷

তালেবান বলেছিল তাদের কর্মীদের কাছে যে পরিমাণ খাদ্য ও অস্ত্র রয়েছে সেটা দিয়ে তিনদিন পর্যন্ত লড়াই চালানো যাবে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম