1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরো এগোলেন হিলারি ও ট্রাম্প

২ মার্চ ২০১৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার দৌড়ে আরো এগিয়ে গেলেন হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প৷ ‘সুপার টিউসডে'-র চ্যালেঞ্জেও অন্য প্রার্থীদের অনেক পেছনে ফেলেছেন তাঁরা৷

https://p.dw.com/p/1I5RJ
USA Vorwahlen Kaffeetassen von Hillary Clinton und Donald Trump
ছবি: picture-alliance/dpa/AP Photo/C. Kaster

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ের সুদীর্ঘ প্রক্রিয়ায় গত মঙ্গলবারটি ছিল ‘সুপার টিউসডে'৷ ঐতিহ্য অনুযায়ী মোট ১১টি অঙ্গরাজ্যেভোট হয়েছে আর সেখানে বেশির ভাগ অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিন্টন ও রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন৷

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন অ্যালাবামা, জর্জিয়া, টেনেসি, ভার্জিনিয়া, আরকানসাস, টেক্সাস ও ম্যাসাচুসেটসে জয় পেয়েছেন৷ দলে তাঁর সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী সিনেটর বার্নি স্যান্ডার্স জিতেছেন ভারমন্ট, ওকলাহোমা, মিনেসোটা ও কলোরাডো অঙ্গরাজ্যে৷

রিপাবলিকান দলের সমর্থকদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান আরো সুদৃঢ় হয়েছে বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কেননা, মঙ্গলবারের ভোটযুদ্ধে হিলারি ক্লিন্টনের মতো তিনিও দলীয় প্রতিদ্বন্দিদের সঙ্গে নিজের ব্যবধান আরো বাড়িয়েছেন৷ বিলিয়নেয়ার ব্যবসায়ী থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নামা ট্রাম্প জিতেছেন ছয়টি অঙ্গরাজ্যে; অ্যালাবামা, অ্যারকানসাস, জর্জিয়া, ম্যাসাচুসেটস, টেনেসি ও ভার্জিনিয়াও যোগ হলো তাঁর ভোটার আনুকুল্যের ইঙ্গিত পাওয়া অঙ্গরাজ্যের তালিকায়৷

Infografik Gewinner Super Tuesday Hochrechnung 10:00 Englisch

ডেমোক্র্যাট দলের বার্নি স্যান্ডার্স নিজের রাজ্য ভারমন্টে জিতেছেন৷ এছাড়া কলরাডো, মিনেসোটা ও ওকলাহোমাতেও হিলারি ক্লিন্টনসহ অন্য সব দলীয় মনোনয়নপ্রত্যাশীদের হারিয়েছেন তিনি৷

রিপাবলিকান দলে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বীদের মধে একজনও তেমন প্রতিদ্বন্দিতার সম্ভাবনাও জাগাতে পারেননি৷ ট্রেড ক্রুজ দু'টি ও মার্কো রুবিও মাত্র একটি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন৷ অবশ্য মাত্র দু'টি অঙ্গরাজ্যে জিতেও ক্রুজ বলেছেন, একমাত্র তিনিই পারেন ডোনাল্ড ট্রাম্পকে ঠেকাতে৷

‘সুপার টিউসডে'-র পরও অবশ্য অনেকটা পথই এখনো বাকি৷ যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি স্থানে এখনো প্রাক নির্বাচনি ভোট হয়নি৷ সুতরাং এখনো ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিন্টনের দুশ্চিন্তার কারণ আছে বৈকি৷

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে আগামী ৮ই নভেম্বর৷

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)

আপনার কি মনে হয়? হিলারি না ট্রাম্প – কে হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য