1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাঙালি বিজ্ঞানীর সাফল্য

জাহিদুল হক২৩ আগস্ট ২০১৩

দিন দিন আপনার, আমার হাতের মোবাইল ফোন বা ট্যাবলেটটি ছোট হয়ে যাচ্ছে৷ মানুষের সুবিধার জন্যই বিজ্ঞানীরা এ লক্ষ্যে কাজ করে যাচ্ছেন৷ বাঙালি বিজ্ঞানী তন্দ্রা ঘোষাল তাঁদেরই একজন৷

https://p.dw.com/p/19VAg
ছবি: picture-alliance/dpa

আয়ারল্যান্ডের ‘ইউনিভার্সিটি কলেজ কর্ক'-এ পিএইচডি করছেন তন্দ্রা৷ তিনি আইরিশ রিসার্চ কাউন্সিলেরও একজন ফেলো৷ তাঁর গবেষণার বিষয় ন্যানোপ্রযুক্তি৷

তন্দ্রা বলেন, মোবাইল ফোন বা ল্যাপটপের আকার ছোট-বড় হওয়া নির্ভর করে ট্রানজিস্টারের ওপর৷ বিজ্ঞানীরা সেই কাজটিই করে যাচ্ছেন৷ এক্ষেত্রে প্রচলিত পদ্ধতিটি হলো লিথোগ্রাফি৷ কিন্তু সেটা একটু ব্যয়বহুল বলে মন্তব্য তাঁর৷

তাই নতুন আরেকটি পদ্ধতিতে কাজ করছেন তন্দ্রা৷ যার নাম ‘ব্লক কোপলিমার লিথোগ্রাফি'৷ ‘‘এর ফলে কম খরচে বিভিন্ন প্রযুক্তির আকার ছোট করার কাজটি করা যাবে,'' বলেন তিনি৷

তন্দ্রা বলেন, গবেষকদের কাজ শুধু উপায় বের করা৷ এরপর সেটাকে বাস্তবে রূপ দেয়ার কাজ বিভিন্ন কোম্পানির৷ তাই ভবিষ্যতে মোবাইল ফোন, ল্যাপটপ বা ট্যাবলেটের আকার কতটা ছোট হতে পারে সেটা বলতে পারবে একমাত্র কোম্পানিগুলোই, মন্তব্য তাঁর৷