1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রবালের রঞ্জক বদলে দেবে ক্যান্সার গবেষণাকে

১৫ আগস্ট ২০১০

ক্যান্সারের বিরুদ্ধে মানুষ লড়ে চলেছে বহুদিন ধরে৷ এই ক্যান্সারকে পুরোপুরি জয় করতে কতই না চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা৷ তবুও কি জয় এসেছে? সম্প্রতি এক আবিষ্কার বিজ্ঞানীদের আবারও নতুন করে আশার আলো দেখিয়েছে৷

https://p.dw.com/p/OnyJ
A coral reef
অস্ট্রেলিয়ায় সমুদ্রের নীচে প্রবালছবি: AP

আবিষ্কারটি হয়েছে সমুদ্রে পানির নীচে৷ মানব বসতি থেকে অনেক দূরে, যেখানে শুধুই প্রকৃতির রাজত্ব৷ অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূরে লর্ড হাউয়ে দ্বীপের সমুদ্রের পানির নীচে এক প্রকার প্রবালের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা৷ এই প্রবালের মাধ্যমে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে আরও এগিয়ে যাওয়ার আশা করছেন তাঁরা৷ নতুন আবিষ্কৃত এই প্রবালগুচ্ছ নিজে থেকেই জ্বলছে, অর্থাৎ আলো ছড়াচ্ছে৷ খুব গভীরে নয়, অল্প পানির মধ্যেই এই প্রবালের বসবাস৷ বিজ্ঞানী আন্যা সালিহ এই ব্যাপারে জানালেন, হাজার হাজার প্রবাল খুব ঘন হয়ে পানির নীচে অবস্থান করছে৷ এসব প্রবালের মধ্যে এক ধরণের রঞ্জক পেয়েছেন বিজ্ঞানীরা যেগুলো লাল, নীল ও সবুজ আলো ছড়াচ্ছে৷ উল্লেখ্য, বিজ্ঞানী আন্যা সালিহ ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীদের সঙ্গে কাজ করছেন এবং সাধারণ কোষ থেকে ক্যান্সার আক্রান্ত কোষের পার্থক্য বের করার চেষ্টা করছেন৷

এই নতুন গবেষণা ও আবিষ্কারের ফলাফল সম্পর্কে সালিহ বললেন, ‘আমরা প্রবাল থেকে পাওয়া এসব রঞ্জকগুলো ব্যবহার করছি জীবন্ত কোষগুলোকে আরও উজ্জ্বল করে তুলতে৷ এবং দেখার চেষ্টা করছি কোষে কোন্ ধরণের সমস্যা রয়েছে৷' এক্ষেত্রে লাল রঞ্জকগুলো বিজ্ঞানীদের বেশি সাহায্য করছে, কারণ এগুলো বেশি উজ্জ্বল এবং তার ফলে এগুলোর সাহায্যে কোষের অনেক গভীরে দেখা যায়৷ এই উজ্জ্বল অনুগুলো কোষ বিজ্ঞান এবং বায়েমেডিকেল গবেষণাকে বদলে দিচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানী আন্যা সালিহ৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়